Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মহাসড়কে পার্ক : অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন 
Monday January 20, 2025 , 7:21 pm
Print this E-mail this

ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর দ্রুত পার্কটি অপসারণ করা হবে

মহাসড়কে পার্ক : অপসারণের দাবিতে বরিশালে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চৌমাথা এলাকা সংলগ্ন মহাসড়কের ভূমি থেকে অপরিকল্পিত, অবৈধ এবং চরম জনদুর্ভোগ সৃষ্টিকারী পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (জানুয়ারি ২০) বিকেল ৪টায় বরিশাল নগরীর চৌমাথা এলাকা সংলগ্ন সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্’র মায়ের নামে করা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্কের সামনেই এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল ও সচেতন নগরবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে দিন দিন যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের প্রশস্ততা কম থাকায় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। অথচ মহাসড়কের জায়গা দখল করে অপরিকল্পিতভাবে বরিশালের প্রাণকেন্দ্র চৌমাথা এলাকায় একটি পার্ক তৈরি করেছে। আর এই অবৈধ পার্কের ফলে মহাসড়কের এই অংশের রাস্তা সরু হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আবার মহাসড়কের যানজটের কারণে নগরীর সড়কেও যানজট হচ্ছে, এককথায় পার্কটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখানে প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। আমরা চাই অচিরেই এই পার্ক এখান থেকে অপসারণ করা হোক। বক্তারা আরও বলেন, নগর উন্নয়ন হতেই হবে, তবে তা অবশ্যই পরিকল্পিত। সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার নিজের খেয়াল খুশি মতো এই শহরে যা খুশি তাই করেছে। নাগরিকদের কথা ভাবেনি। তাই আজ আমরা নাগরিকদের কথা ভেবে বাধ্য হয়েই এই পার্ক অপসারণের দাবি তুলেছি। এ সময় বক্তব্য রাখেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওয়াহিদুর রহমান, মিসরাত মায়া, স্থানীয় বাসিন্দা ওমর ফারুক দুলালসহ প্রমুখ। এদিকে সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমূল ইসলাম জানিয়েছেন, তাদের আওতাধীন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের প্রায় ১১ কিলোমিটার অংশ বরিশাল নগরীর মধ্য দিয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের এ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ প্রকল্পে নগরীর অংশও রয়েছে। সেই ব্যস্ততম মহাসড়কের অর্ধেক দখল করে পার্ক নির্মিত হয়েছিল। সেটি অপসারণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের পর দ্রুত পার্কটি অপসারণের মাধ্যমে রাস্তা সচল করা হবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের