|
খালেদা জিয়ার কারা মুক্তি এবং তার সুস্থতা কামনা করে আলোচনা সভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
বরিশালে যুবদলের পৃথকভাবে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদ সহ খালেদা জিয়ার কারা মুক্তি এবং তার সুস্থতা কামনা করে আলোচনা সভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার বরিশাল জেলা যুবদল, মহানগর যুবদল ও বরিশাল উত্তর জেলা যুবদল ভিন্ন তিনটি ভ্যেনুতে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বরিশাল জেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম প্রমুখ। অপরদিকে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবদলের সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পলাশ ও মাকসুদুর রহমান মাকসুদ। এছাড়া নগরীর কালিবাড়ী রোডস্থ উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদের বাড়ির আঙ্গিনায় বরিশাল উত্তর জেলা যুবদল প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মুক্তা। এছাড়া আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড. দেওয়ান মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম হাওলাদার, মুলাদী যুবদল নেতা আরিফুর রহমান টিটু, গৌরনদী যুবদল নেতা গফুর সরদার, হিজলা যুবদল যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রিমন। অনুষ্ঠান সঞ্চলনা করেন জহির রায়হান।
Post Views:
১,১৬৪
|
|