Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মিনু বেকার্সকে ৭ হাজার টাকা জরিমানা 
Sunday March 9, 2025 , 6:09 pm
Print this E-mail this

উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ ও মূল্য না লাগিয়ে বিক্রি

বরিশালে মিনু বেকার্সকে ৭ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নথুল্লাবাদ লুতফুর রহমান সড়ক সংলগ্ন মিনু বেকার্স লাইভ বেকারির নামে মানুষের সাথে ভয়াবহ প্রতারণা, উৎপাদিত পণ্যে নেই কোন উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের মেয়াদ ও মুল্য প্রদর্শন না করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রবিবার বিকেল ৪ টায় বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, নিয়ম অনুযায়ী লাইভ বেকারিগুলোতে আগে কোন পণ্য বানিয়ে রাখা যাবে না, কাস্টমার এসে অর্ডার করার পরে সামনে বসে বানিয়ে দিতে হবে, কিন্তু মিনু বেকার্সের মালিক এগুলো মানতে নারাজ। সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরে ভাই একই সিস্টেমে এ রকম লাইভ বেকারি চলে, একটি পণ্য বানাতে অনেক সময় লাগে তাই আমরা আগে পন্য বানিয়ে রাখি এতে দোষের কিছু নেই। ব্যবসা নতুন দিয়েছি তাই সব কাগজপত্র রেডি করতে সময় লাগছে। এছাড়াও দোকানে অনেক পণ্য প্যাকেজিং করে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ ও মূল্য না লাগিয়ে বিক্রি করছে যা ভোক্তার সাথে সরাসরি প্রতারণা। এছাড়াও ওই প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন কোন কাগজ নেই, এবং প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজই তার কাছে নেই বলে জানান। একটি পণ্য কবে বানিয়েছে তা যদি সঠিকভাবে ভোক্তা জানতে না পারে তাহলে সেই পণ্য খাওয়া মোটেই ঠিক না বলে দাবি বিশেষজ্ঞদের। উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমরা বরিশাল নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিনু বেকার্সে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড করি। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের