Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশের চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস 
Tuesday December 5, 2017 , 1:45 pm
Print this E-mail this

তাঁর হাত ধরে বাংলা ছবি পেয়েছে দারুণ নান্দনিকতা

দেশের চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় নির্মাতা দিলীপ বিশ্বাসের ছেলে উপস্থাপক দেবাশীষ নিজের ফেসবুক পেজে প্রয়াত বাবাকে নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাস।  ৪ডিসেম্বর’১৭ তার বাবার জন্মবার্ষিক। দেশের চলচ্চিত্রে উজ্জ্বল এক নক্ষত্রের নাম চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস। তিনি সেলুলয়েডের কিংবদন্তিও। তাঁর হাত ধরে বাংলা ছবি পেয়েছে দারুণ নান্দনিকতা। অনেকে শুধুমাত্র চিত্রপরিচালক হিসেবে জানলেও তিনি ছিলেন একাধারে পরিচালক, প্রযোজক, কাহিনিকার, অভিনেতা ও গায়ক। ১৯৪৬ সালের এ দিনে অনেক জনপ্রিয় সিনেমার জাদুকর জন্মগ্রহণ করেন। তিনি সবার মাঝে বেঁচে না থাকলেও চলচ্চিত্রের অমর এই কারিগরের সৃষ্টি ও তাঁর আত্মার শান্তি কামনায় বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

‘তিনি শুধু আমার বাবা নন, আমার মেন্টর, গাইড, গুরু, শিক্ষক— সব। এককথায় আজ যে আমি দেবাশীষ বিশ্বাস, তা বাবার কারণেই। বাবার হাত থেকে কাজ শিখেছি। কাজ ধরেছি। আমি যখন ক্যামেরার সামনে কাজ শুরু করি, তখন আমার পেছনে ছিলেন তিনি। যখন ক্যামেরার পেছনে কাজ করি, তখনো আমার পেছনে ছিলেন তিনি। আমার প্রথম ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রযোজনা করেছেন তিনি। সুতরাং বাবা হয়ে, গুরু হয়ে তিনি আমাকে বটবৃক্ষের মতো নিরাপত্তার ছায়া দিয়েছেন আজীবন।’ বাবার হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করা পরিচালক, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস বাবার স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন।

দেবাশীষ বিশ্বাসের স্ট্যাটাসে আরও লিখেন ‘কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে যুদ্ধ করে যাচ্ছি! যুদ্ধে সত্যের জয় হবেই! আমার ছবি ‘চল পালাই’ আমি পূর্বঘোষিত সময়ে মুক্তি দিবই বাবা! তুমি শুধু আশীর্বাদ করো! শুভ জন্মদিন বাবা! শুভ জন্মদিন আমার আদর্শ!!




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই