Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মুক্তখবর’র প্রকাশক ও সম্পাদকের জন্মদিন পালন 
Monday January 10, 2022 , 9:11 pm
Print this E-mail this

১৯৭০ সালের ১০ জানুয়ারি তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেন

বরিশাল মুক্তখবর’র প্রকাশক ও সম্পাদকের জন্মদিন পালন


মুক্তখবর বিনোদন ডেস্ক : জনপ্রিয় নিউজ পোর্টাল, বরিশাল মুক্তখবর’র প্রকাশক ও সম্পাদক সুব্রত বিশ্বাস এর জন্মদিন পালিত হয়েছে। সোমবার (জানুয়ারি ১০) বরিশাল থেকে প্রকাশিত প্রাচীন স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকা কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান (ফয়সাল রাকিব)। এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় অনলাইন প্রকাশক ও সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। সুব্রত’র জন্মদিনে সকলেই তার উজ্জল ভবিষ্যৎ , সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭০ সালের ১০ জানুয়ারি তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেন। বাবা ডাঃ কমলেন্দু বিশ্বাসের পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি বর্তমানে বরিশালেই অবস্থান করছেন। সর্বপ্রথম বরিশালের আলম বুক স্টলের কর্ণধার, আলম ভাই’র হাত ধরেই তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতা অঙ্গনে বয়সে ছোট হলেও পত্রপত্রিকায় লেখালেখির কাজটা সর্বপ্রথম শুর হয় ভ্রাতৃতুল্য ছোট ভাই আহমেদ বায়েজিদ-এর হাত ধরেই বলে সুব্রত উল্লেখ করেন। পরবর্তীতে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের একান্ত সান্নিধ্য লাভ করেন। এ পর্যন্ত জাতীয় পত্রিকা – দৈনিক আমাদের কন্ঠ, দৈনিক নবচেতনা, দৈনিক সকালের সময় ও দৈনিক এশিয়া বাণীতেও বরিশাল ব্যুরো প্রধান/বরিশাল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সুব্রত বলেন, জাতীয় পত্রিকা – দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় সর্বপ্রথম কাজ করার সুযোগ হয় নাজিরপুরের সাংবাদিক ও নাজিরপুর প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসেনের মাধ্যমে। বর্তমানে তিনি জনপ্রিয় নিউজ পোর্টাল বরিশাল মুক্তখবর এর সম্পাদক ও প্রকাশক। বর্তমানে দেশচিত্র নামের একটি নিউজ পোর্টালে বরিশাল প্রতিনিধি হিসেবে নিয়মিত কাজ করছেন। শুধুমাত্র লেখালেখিতেই তিনি পারদর্শী নন, তিনি একজন জনপ্রিয় জাদুশিল্পীও। ১৯৮০ সালে সর্বপ্রথম উলফাৎ কবীরের কাছে জাদুতে হাতেখড়ি, পরে জুয়েল আইচ এর একান্ত সান্নিধ্য ও শিষ্যত্ব লাভ করে শুরু করেন জাদু চর্চা ও জাদু প্রদর্শনী। ইতোমধ্যেই তার জাদু ঝুলিতে জমা পড়েছে দেশ-বিদেশের অসংখ্য সম্মান, পুরস্কার আরো কত কি?তিনি অসংখ্যবার ভারত, নেপাল ও সিঙ্গাপুরে জাদু প্রদর্শন করেছেন। পেয়েছেন টেলিভিশন রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদশ (ট্রাব)’২০০২, বঙ্গবীর ওসমানী স্মৃতি পুরস্কার’২০০৪ ও বিসিএ সর্বোচ্চ এ্যাওয়ার্ড’২০০৪। এটিএন বাংলার ঈদ আনন্দমেলা, নাটক ‘মিস্টার টেনসনের বিবাহ্’ ও এনটিভিতে ‘হাস্য-লাস্য’ নাটকেও তিনি একজন জাদুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। বাংলাদেশের এক ঝাঁক সেলিব্রেটিদের নিয়ে সর্বপ্রথম একক জাদু ভিত্তিক অনুষ্ঠান ‘অন্তরালে আমি’ এটিএন বাংলা ও লন্ডন টিভি বেশ ফলাও করে প্রচার করে। একসময় তিনি জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় জাদুর উপর নিয়মিত ফিচার ও জাদুও শেখাতেন। সুব্রত বলেন, জাদু শুধু বিনোদন মাধ্যমই নয়, এর মাধ্যমে এ দেশ ও দেশের মানবতার সংশ্লিষ্টতাও তুলে ধরা সম্ভব।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা