Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট 
Tuesday November 9, 2021 , 6:35 pm
Print this E-mail this

আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা

বরগুনায় প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার গর্জবুনিয়া গ্রামে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গত রবিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় বরগুনা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে। আহতরা হলেন ১০ নং নলটোনা ইউনিয়নের গর্জবুনিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী মায়া বেগম ৩৫ ও তার মেয়ে তানিয়া ২৫। আহত সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী আবু তাহের দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকার সুবাদে তার স্ত্রীর নামে টাকা-পয়সা পাঠায়। আর ওই টাকার দিকে লোভ পরে আবু তাহেরের ভাই পনু আকন ও ভাইয়ের ছেলে আলামিন আকনের। প্রায়ই সময় চাচির কাছে টাকার ভাগ দাবি করে। এ নিয়ে আলামিন চাচিকে খুন-জখম ধর্ষণ সহ একাধিক হুমকি-ধামকি দেয়। আহত সূত্র আরও জানায়, বখাটে আলামিন চাচিকে বিভিন্ন নম্বর দিয়ে উত্তপ্ত ও ইজ্জতহানি সহ বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী মায়া বেগম কোনো ভূমিকা না নিলে এতে আরো ক্ষিপ্ত হয় পনু আকন ও তার ছেলে আলামিন। গত রবিবার রাত দশটায় পনু আকন ও তার ছেলে আল আমিনের নেতৃত্বে হঠাৎ করে মায়া বেগমের ঘরে হামলা চালানো হয়। এসময় পনু আকন, আলামিন আকন, ফুল খার ছেলে আলো, আল আমিনের স্ত্রী রুবি বেগম, মোস্তাফার স্ত্রী রাজিয়া বেগম ও ইউনুছের স্ত্রী বিলকিস সহ আরো ৮/১০ জন মায়া বেগমের ঘরে জোরপূর্বক প্রবেশ করে মায়া বেগম ও তার মেয়ে তানিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ঘরে থাকা বিদেশ থেকে পাঠানো ২ লক্ষ ৬০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার পর আহতদের হাসপাতালে আনার চেষ্টা করলেও তাতে বাধা দেয় পনু আকন ও তার ছেলে আলামিন আকন। বর্তমানে আহতরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্র আরো জানায়, ঘটনার পর থেকে প্রতিপক্ষরা মামলা না দেওয়ার জন্য প্রাণনাশের সহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে আহতর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান