Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি জোরদারের আহ্বান বিশ্বস্বাস্থ্য সংস্থার 
Friday December 3, 2021 , 5:59 pm
Print this E-mail this

নতুন এ ধরনের নামকরণ করে ‘ওমিক্রন’ এবং একে ‘উদ্বেগজনক’ ধরন বলে চিহ্নিত

ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি জোরদারের আহ্বান বিশ্বস্বাস্থ্য সংস্থার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় এর মোকাবিলায় প্রস্তুতি জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় এ অঞ্চলের দেশগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার ও জনগণকে সম্পূর্ণরূপে টিকাদানের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ডব্লিউএইচওর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। ডব্লিউএইচওর প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ভার্চুয়াল এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শুধুমাত্র সীমান্ত বন্ধের মতো পদক্ষেপের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।তিনি বলেন, ‘উচ্চ সংক্রামক এই ধরনগুলোর মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে আমাদের পদ্ধতিগত কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, ভারতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে ডব্লিউএইচও। গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নতুন এই ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের নতুন এ ধরনের নামকরণ করে ‘ওমিক্রন’ এবং একে ‘উদ্বেগজনক’ ধরন বলে চিহ্নিত করে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ