Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাণী’র নিউজ আপডেট জানাতে এসএমএস সার্ভিস চালু 
Friday September 10, 2021 , 6:37 pm
Print this E-mail this

রবির ন্যাশনাল অ্যাপষ্টোর প্লাটফর্ম বিডিঅ্যাপস এবং বরিশাল বাণী’র মধ্যে একটি ডিজিটাল চুক্তি স্বাক্ষরিত

বরিশাল বাণী’র নিউজ আপডেট জানাতে এসএমএস সার্ভিস চালু


খান ফিরোজ, অতিথি প্রতিবেদক : *213*77707# এ ডায়াল করলেই মোবাইল এসএমএস এ বরিশাল বাণী’র নিয়মিত নিউজ আপটেড পাবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। তাছাড়া সকল ব্রেকিং নিউজ এবং নামাজ রোজার সময় সূচীও গ্রাহকদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই মর্মে রবির ন্যাশনাল অ্যাপষ্টোর প্লাটফর্ম বিডিঅ্যাপস এবং বরিশাল বাণী’র মধ্যে একটি ডিজিটাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বরিশাল বাণী’র কার্যালয়ে এই চুক্তিটি সম্পাদন হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বাণী ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ মামুন-অর-রশিদ এবং বিডিঅ্যাপস এর কমিউনিটি ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ (বরিশাল ডিভিশন) মোঃ আশিকুর রহমান আশিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিঅ্যাপস এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর ইমরান নাহিদ রিয়ন এবং বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম রাজু। যে কোন রবি কিংবা এয়ারটেল গ্রাহক তার মোবাইল থেকে *213*77707# ডায়াল করে অথবা START nbani লিখে 21213 নাম্বারে এসএমএস পাঠিয়ে এই সার্ভিস চালু করতে পারবেন। আবার বন্ধ করতে STOP nbani লিখে 21213 নাম্বারে এসএমএস দিলেই সার্ভিসটি বন্ধ হবে। সাময়িক কিংবা স্থায়ীভাবে অফলাইনে বা ইন্টারনেটের বাইরে থাকা গ্রাহকদের সুবিধার জন্য এই সেবা চালু করলো বরিশাল বাণী। বরিশাল বাণী’র সকল কলাকুশলী, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের মোবাইলে সার্ভিসটি চালু করা ও পরিচিত জনদের উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন