Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » ৩ দিন ধরে পানি নেই বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে! 
Monday September 20, 2021 , 4:58 pm
Print this E-mail this

চরম দুর্ভোগে রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা

৩ দিন ধরে পানি নেই বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৩ দিন ধরে পানি নেই বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে রোগীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে, হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত তিনদিন ধরে বিকল। এতে করে হাসপাতালে ভর্তিকৃত ৩২ জন রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি কোয়ার্টারে বসবাসরত চিকিৎসক ও বিভিন্ন স্টাফরা দুর্ভোগে পড়েছেন। পানি না থাকায় দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে শত শত মুসুল্লি। সূত্র আরও জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মাত্র টিউবওয়েল সচল রয়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারসহ হাসপাতাল অভ্যন্তরে অন্যান্য টিউবওয়েলগুলো আগে থেকেই বিকল। ওই একটি টিউবওয়েল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রোগীর স্বজনসহ হাসপাতালের স্টাফরা খাবার পানি সংগ্রহ করছেন। হাসপাতালে একাধিক রোগীর স্বজনরা জানান, পানি না থাকায় চরম কষ্টে হচ্ছে। ব্যবহারের জন্য বাইরে থেকে পানি বয়ে নিয়ে আসতে হচ্ছে। খাবার পানি কিনতে হচ্ছে। গত শুক্রবার থেকে এ সংকট চলছে। পানি না থাকায় ওয়ার্ডের ফ্লোর থেকে শুরু করে টয়লেট পরিষ্কার বন্ধ রয়েছে। বাইরে থেকে পানি সংগ্রহ করে প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে। হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা জনৈক এক রোগী বলেন, সাবান-পানি দিয়ে হাত ধুয়ে হাসপাতালে প্রবেশের জন্য বেসিন রাখা আছে। সেখানে সাবান রাখা থাকলেও পানি নেই। এ কারণে হাত না ধুয়েই হাসপাতালে যেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরা বলেন, তিনদিন ধরে পানি নেই। শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মলমূত্র শৌচাগারের মেঝেতে ছড়িয়ে রয়েছে। দুর্গন্ধে আশপাশ দিয়েও হাটা যায় না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বখতিয়ার আল মামুন বলেন, মোটর পুড়ে হাসপাতালের একমাত্র পাম্পটি বিকল হয়ে পড়েছে। নতুন মোটর লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আগামীকালের মধ্যে তা স্থাপন করা সম্ভব হবে।




Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন