Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের 
Wednesday May 10, 2023 , 12:18 pm
Print this E-mail this

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে

পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার (১০ মে) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেইসঙ্গে গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত দেশব্যাপী জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে দলটি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ‘ফ্যাসিজম’ প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে এসে ধর্মঘট সফল করার আহ্বান জানান পিটিআইয়ের শীর্ষ নেতারা। দেশটির বিভিন্ন অঞ্চলে ইমরান খানের পূর্বঘোষিত জনসভাও নির্ধারিত সময়ে পালন করা হবে। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে দলটির ইমারজেন্সি কমিটির সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের কর্মপরিকল্পনা ঠিক করবে। দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, শাহ মাহমুদ কোরেশি সাত সদস্যের ইমারজেন্সি কমিটির গৃহীত পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি বলেন, বিশ্বকে দেখানো হচ্ছে পাকিস্তানে আর কোনো আইন অবশিষ্ট নেই। এদিকে শাহ মাহমুদ কোরেশি করাচি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ইমরান খানের গ্রেপ্তার পূর্বপরিকল্পিত। এর সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লন্ডন সফরের সম্পর্ক রয়েছে। পাকিস্তানজুড়ে পিটিআইয়ের নেতাকর্মীদের সহিংস বিক্ষোভের বিষয়টি নাকচ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোরেশি আরো বলেন, জনগণ নিজেরাই বিক্ষোভ দেখাচ্ছে। তারা শুধু তাদের নেতা ইমরান খানের নিরাপত্তা চায়। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ