Current Bangladesh Time
বুধবার এপ্রিল ২৪, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠির নলছিটিতে মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ২ 
Tuesday July 27, 2021 , 3:32 pm
Print this E-mail this

মেয়র জানান, চেকে তিনি স্বাক্ষর করেননি, রাতে রেখা বেগম ও তার স্বামীকে পৌরসভা থেকে পুলিশ গ্রেপ্তার করে

ঝালকাঠির নলছিটিতে মেয়রের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান ও পৌরসভার সচিব রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌরসভা থেকে তাদের আটক করা হয়। এর আগে বিকেলে এ ঘটনায় পৌর মেয়র পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম, তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন ও সুগন্ধা এন্টারপ্রাইজ এর মালিক এবিএম জাহিদুল ইসলামের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃতরা হলেন-পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম, তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন ও  রেখা বেগমের ভাই মো: কামাল হোসেন। জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সুগন্ধা এন্টারপ্রাইজ’র অনুকূলে নলছিটি সোনালী ব্যাংকে জমা করে পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ব্যাংকের ম্যানেজারের সন্দেহ হয়। তিনি পৌরসভার মেয়রকে ফোন করে চেকের বিষয়ে জানতে চান। তখন মেয়র জানান, এই চেকে তিনি স্বাক্ষর করেননি। এরপর রাতে রেখা বেগম ও তার স্বামীকে পৌরসভা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

এ সময় রেখা বেগমের ভাই মো: কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স বলেন, প্রতারণা করে টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে আসামিদের নামে রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামি হিসাবরক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। অন্য আসামি জাহিদুল ইসলামকেও আটকের চেষ্টা চলছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ