Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদুল আজহা উদযাপন করলেন বরিশালের প্রায় ২০ হাজার মানুষ 
Tuesday July 20, 2021 , 2:24 pm
Print this E-mail this

সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে

ঈদুল আজহা উদযাপন করলেন বরিশালের প্রায় ২০ হাজার মানুষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রায় ২০ হাজার মানুষ সৌদি আরবসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন। তারা সবাই চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার শরীফের অনুসারী। মঙ্গলবার (জুলাই ২০) সকালে এলাহাবাদ দরবার অনুসারীদের ১৭টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এসব মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ শেষে তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা পশু কোরবানি করেন। এলাহাবাদ দরবার অনুসারীদের বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজীবাড়ি এলাকায়। সোমবার সকাল ৮ টার দিকে সেখানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওই ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ চৌধুরী ঈদের জামাতে ইমামতি করেন। তিনি বলেন, ‘জেলায় তাদের অনুসারীদের ১৯ টি মসজিদ রয়েছে। করোনার কারণে এবার ১৭টি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর রূপাতলী আরজ আলী খান কমপ্লেক্স মসজিদ, সদর উপজেলার সাহেবের হাট, তালুকদার চর, গৌরনদীর উপজেলার সড়িকল গ্রামের আকন বাড়ি মসজিদ, বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি মসজিদ, কেদারপুর গ্রামের আবদুল মন্নান হাওলাদারের বাড়ি মসজিদ, খানপুরা গ্রামের জাহাঙ্গীর সিকদারের বাড়ি মসজিদ, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি মসজিদ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি, মুলাদি উপজেলার শ্রীরামপুর ও বদরটুনির দরবার শরীফ মসজিদসহ ১৭ টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।’ নগরীর রূপাতলী আরজ আলী খান কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী আঁখি বলেন, ‘সৌদি আরবসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিল রেখে তারা ঈদুল আজহা উদযাপন করছেন। সৌদি আরব কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যেদিন আরবি মাসের চাঁদ দেখা যায়, সেদিন থেকে সঙ্গতি রেখে তারাও ধর্মীয় নির্দেশনা পালন করে আসছেন।’ নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলি খানবাড়ি এলাকার বাসিন্দা ও এলাহাবাদ দরবার শরীফের অনুসারী ঠিকাদার মো: মিজানুর রহমান মন্নান বলেন, ‘এলাহাবাদ দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের কাদেরিয়া তরিকার মতাদর্শী। বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৬০ থেকে ৭০ টি স্থানে এলাহাবাদ দরবার শরীফের ২০ হাজারের বেশি অনুসারী আছেন। সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা উদযাপন হচ্ছে। তাদের সঙ্গে সঙ্গতি রেখে তারাও আজ ঈদ উদযাপন করছেন।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ