Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কারাগারে অসুস্থ্য কাউন্সিলর রুপা শেবাচিমের সিসিইউতে ভর্তি 
Saturday July 22, 2017 , 1:14 pm
Print this E-mail this

আদালত রূপাকে কারাগারে প্রেরণ করলে ওই রাতেই কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি

বরিশালের কারাগারে অসুস্থ্য কাউন্সিলর রুপা শেবাচিমের সিসিইউতে ভর্তি


কাউন্সিলর ইসরাত আমান রুপা

কাউন্সিলর ইসরাত আমান রুপা

আহমেদ বায়জিদ : বরিশাল কেন্দ্রীয় কারাগারের ভেতরে অসুস্থ্য হয়ে পড়েছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইসরাত আমান রূপা। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন তিনি। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। আদালত রূপাকে কারাগারে প্রেরণ করলে ওই রাতেই কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন তিনি। কারা চিকিতসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার রাত ১টার দিকে গুরুতর অসুস্থ রূপাকে শের-ই-বাংলা মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্য রঞ্জন খাসকেল সাংবাদিকদের জনান, গত সোমবার রাত ১০টার দিকে বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক মদিনা মসজিদ এলাকায় সাপুড়ে মান্না পাহাড়ির দুই পায়ের রগ কেটে দেয়াসহ নির্মমভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গত বুধবার রাতে আহত সাপুড়ে মান্নার স্ত্রী কাজল বেগম বাদী হয়ে ইসরাত আমান রূপাকে হুকুমের আসামিসহ স্থানীয় যুবলীগ কর্মী তরিকুল ইসলাম রাজা, সরজিত চন্দ্র রায় ওরফে সবুজ, মো. ফিরোজ, মাসুদ মোল্লা ও রফিকুল ইসলাম বাদশাকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের নিজ বাসা থেকে সংরক্ষিত নারী কাউন্সিলর রূপাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় মান্নার স্ত্রী কাজল বেগম অভিযোগ করেন, কয়েক মাস আগে মান্নাকে সাপের বাক্সে কক্সবাজার থেকে বরিশালে ইয়াবা বহনের প্রস্তাব দেয় যুবলীগ কর্মী রাজা ও কাউন্সিলর রূপা। এতে রাজী না হওয়ায় মান্নাকে হুমকি দেন তারা। ওই সময়ে মান্না কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিতসকরা সাংবাদিকদের জানিয়েছেন, প্রাণে বেঁচে গেলেও মান্নার পুরোপুরি সুস্থ হতে আরো কয়েক মাস লেগে যেতে পারে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম