Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালেও ‘বিশ্ব ডিম দিবস’ পালিত 
Friday October 10, 2025 , 4:27 pm
Print this E-mail this

‘ডিমে আছে প্রোটিন-খেতে হবে প্রতিদিন’

বরিশালেও ‘বিশ্ব ডিম দিবস’ পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘ডিমে আছে প্রোটিন-খেতে হবে প্রতিদিন’-এই স্লোগানে বরিশালেও বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নগরীর প্রাণিসম্পদ ভবন থেকে নবগ্রাম রোডে এক র‌্যালী শেষে আলোচনা সভারও আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ আধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন। বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো: নুরুল আলম। সভায় অন্যান্যের মধ্যে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো: নাসির উদ্দীন আহম্মেদ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আব্দুর রহিম গাজী, বরিশাল বিভাগের আহ্বায়ক মো: ছাদেকুর রহমান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আনোয়ার হোসেন বলেন, আগেকার দিনে ঘরে তেমন কিছু না থাকলে মেহমানদের ডিম খাইয়ে ইজ্জত রক্ষা করা হতো। তখন আমরা একটি ডিম চার ভাগ করে খেয়েছি। এখন প্রতিদিন না হলেও সপ্তাহে দু’এক দিন গরীবরাও ডিম খেতে পায়। আর তা পোল্ট্রি শিল্প বিকাশের কারণেই সম্ভব হয়েছে। তিনি বলেন, ডিম এখন গরীবের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। তাই এর উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই। পাশাপাশি তিনি ডিমের উৎপাদন ব্যয় হ্রাসের ওপরও গুরুত্বারোপ করে বলেন, এটা সম্ভব হলে দেশের সবাই প্রতিদিন ডিমে খেতে পারবে। ফলে পুষ্টির অভাব পূরণ হবে। ফলে আগামী দিনে একটি সুন্দর জাতী হিসেবে আমরা গড়ে উঠতে পারব। উল্লেখ্য, ২০২৩ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার ‘বিশ্ব ডিম দিবস’ পালন হয়ে আসছে।




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন