Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘গণমাধ্যমকর্মীরা সব মানুষের খোঁজ-খবর নেয়, কিন্তু তাদের কেউ নেয় না’ 
Monday February 24, 2025 , 7:18 pm
Print this E-mail this

‘মিট দ্য রিপোর্টার্স’ এ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ

‘গণমাধ্যমকর্মীরা সব মানুষের খোঁজ-খবর নেয়, কিন্তু তাদের কেউ নেয় না’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ-খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি সামর্থ্য অনুযায়ী সাংবাদিকদের খোঁজ নিয়ে থাকি।’ ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ এসব কথা বলেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যের বিষয়টি সকলেই অবগত রয়েছেন। দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেয়া হবে না। তিনি দেশের সকল বিএনপি নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখছেন। তাছাড়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত দেশে বসবাস করায় সেই দেশের নানা নিয়ম ও কার্যক্রম কীভাবে দেশে চালু করা যায় বিষয়গুলো নিয়ে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আসছেন। আর দল যদি মনে আমাকে কোন আসনে মনোনীত করবে- তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হয়ে অংশগ্রহণ করবো। কারণ, জননেতা হয়ে জনগনের জন্য সহজে জনসেবামূলক নানা কার্যক্রম করা যায়। স্বাগত বক্তব্যে বিআরইউ সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ ছিল ‘পুলিশ রাষ্ট্র’। দলীয় ক্যাডার স্টাইলে সক্রিয় ভূমিকায় মাঠে ছিল পুলিশ। দেশজুড়ে দমন-নিপীড়নের শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা সহ নিরীহ ধর্মপ্রাণ মুসল্লিরা। কারণ, তাদের জামায়েত-শিবির তকমা দিয়ে আটক বা গ্রেফতার করা হত। আ.লীগ আমলে আমি সহ আমার পরিবার মানসিক ও অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমার ভাই শারীরিকভাবে এবং সহকর্মী নূরুজ্জামান পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছিল। বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সংগঠনের যুগ্ম সম্পাদক রাসেল হোসেন (দখিনের সময়), কোষাধ্যক্ষ মো. নূরুজ্জামান (কাগজ), শাহিন হাফিজ (ইত্তেফাক), মাসুদ রানা (নিউ নেশন), সৈয়দ মেহেদী হাসান (ঢাকা পোস্ট), শাওন খান (জাগো নিউজ), রবিউল ইসলাম রবি (বাংলা কাগজ), নাজমুল ফকির (বাংলা টিভি), সিএইচ মাহাবুব রহমান (আমাদের বরিশাল) ও সংগঠনের সিংহভাগ সদস্যসহ বরিশালের অধিকাংশ স্থানীয়, জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরইউ সাবেক সভাপতি ও ডেইলি স্ট‍ারের সুশান্ত ঘোষ।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী