Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘‘ও আল্লাহ মোর জীবনের বিনিময়ে হলেও মোর পুতেরে ফেরত দাও’’ 
Friday November 10, 2017 , 7:27 pm
Print this E-mail this

নিখোঁজ মেধাবী স্কুল ছাত্র সৈকতের মা রুমা বেগম এর আকুতি

‘‘ও আল্লাহ মোর জীবনের বিনিময়ে হলেও মোর পুতেরে ফেরত দাও’’


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : “মোর বুকের মানিক আইজ এক মাস পর্যন্ত মোর হাতের ভাত খায়নি,মোর চোখের ঘুম কাইড়া নিয়ে বাবায় আইজ কোথায় কেমন আছে,তোমার হাতে ধরি পায়ে পরি মোর বুকের মানিকরে খুঁজে এনে দ্যাও।ও আল্লাহ মোর জীবনের বিনিময়ে হলেও মোর পুতেরে ফেরত দাও”।গত একমাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ মেধাবী স্কুল ছাত্র সৈকতের মা রুমা বেগম তার ছেলের সন্ধানের আশায় এখন পাগল হয়ে পথে পথে ঘুরে বেরিয়ে যাকে পাচ্ছেন তার পথরোধ করেই উল্লেখিত বিলাপ করছেন।ছেলের সন্ধানের আশায় থানায় সাধারণ ডায়েরী করেও কোন সুফল পায়নি নিখোঁজ স্কুল ছাত্রের পরিবার।দেশের সম্ভ্রাব্য সকলস্থানে খোঁজাখুজি করে গত এক মাসে নিঃস্ব হয়ে পরেছেন ওই পরিবারটি।তাই তারা এখন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের।ওই গ্রামের বাসিন্দা ঢাকা-বরিশাল নৌরুটের একটি বেসরকারী যাত্রীবাহি লঞ্চের আনসার কমান্ডার আজিজুর রহমান চুন্নু জানান,তার ছোট পুত্র বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্র আসাদুর রহমান সৈকত (১৪)।স্কুলের উদ্দেশ্যে গত ১১ অক্টোবর বাড়ি থেকে রওয়ানা হয়ে সৈকত রহস্যজনকভাবে নিখোঁজ হয়।এ ঘটনায় গত ১৫ অক্টোবর গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে,যার নং-৬৭৭।তিনি আরও জানান,দীর্ঘদিনেও থানা পুলিশ তার পুত্রের নিখোঁজের ব্যাপারে কোন তথ্য বের করতে পারেননি।দেশের সম্ভ্রাব্য সকলস্থানে খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে তারা এখন চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন।প্রাথমিকভাবে তারা ধারনা করছেন কোন পাচারকারীরা তার পুত্র সৈকতকে অপহরণ করে থাকতে পারে।তাই রহস্যজনক ভাবে নিখোঁজ মেধাবী ছাত্র সৈকতকে খুঁজে বের করার জন্য তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু