অপমৃত্যু মামলা দায়ের, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর
বরিশালে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রী রুপা আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (নভেম্বর ১৩) দুপুরে নগরীর লুৎফুর রহমান সড়ক এলাকা থেকে ওই নারী মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, প্রাথমিক তদন্তে আত্মহনন বলে মনে হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নিহত রুপা আক্তার সৌদি আরব প্রবাসী লিমন শেখের স্ত্রী ও দেলোয়ার বেপারীর মেয়ে। তিনি তার বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন। ওসি জাকির হোসেন বলেন, দুপুর একটার দিকে ছোট ভাই রামিন নিহত রুপার অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। তখন রুপাকে গলায় উড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই রামিন। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।