Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ৯, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নাকের পলিপাস ও আমাদের কিছু ভুল ধারণা : ডা: চিরঞ্জীব সিনহা পলাশ 
Wednesday June 2, 2021 , 5:01 am
Print this E-mail this

নাকের পলিপাস ও আমাদের কিছু ভুল ধারণা : ডা: চিরঞ্জীব সিনহা পলাশ


ডা: চিরঞ্জীব সিনহা পলাশ : সাধারণ মানুষ নকের পলিপাস যাকে বলে, সেটাকে আমরা (ডাক্তারা) বলি টারবিনেট যেটি নাকের হাড় সহ একটা মাংস।
১. এই পলিপাস সাধারণত নাক বন্ধ করে না, যদি নাকের হাড় বাকা না থাকে। আমাদের নাকের এক ছিদ্র পালাক্রম ২-৩ ঘন্টা বন্ধ থাকে এটা বিধাতার বিধান কিন্তু এটা দেখছি অনেকর বড় সমস্যার কারণ।
২. পলিপাস এর জন্য হাঁচি, সর্দি,পানি পড়া, নাক বন্ধ, মাথা ব্যাথা হয় না। এগুলো হল নাকের Allergy এবং এই লক্ষণগুলো থাকলে বরং পলিপাস বড় হয়।
৩. আসল পলিপাস/ডাক্তারি পলিপাস এর চিকিৎসা হল এ্যালারজি নিয়ন্ত্রণ/সার্জারি।
৪. কথিত কোয়াক/হোমিওপ্যাথিক/পল্লী চিকিৎসকদের কথায় এসিড/কোন ঔষধ দিয়ে পলিপাস কাটবেন না, এর ভয়াবহতা অনেক সময় অনিরামযোগ্য এবং স্থায়ী ক্ষতির কারণ হয়। যদি একটা ঔষধ ও কিছু নিয়ম মেনে চলে আজীবন ভালো থাকা যায় তাই করুন। বিধাতার প্রদত্ত জিনিষ কারো প্ররোচনা/অপচিকিতসায় কাটবেন না ইহা আমাদের অনেক উপকারী।
তাই একজন বিশেষজ্ঞ নাক কান ও গলার ডাক্তার দেখাবেন এবং আসল পলিপাস, নাকের হাড় বাকা, মাংস বৃদ্ধি ও এ্যলারজি নিশ্চিত হবেন এবং তার কথা বিশ্বাস করবেন। একটি দুর্ঘটনা যেন সারা জীবনের কান্না না হয়।
ডা: চিরঞ্জীব সিনহা পলাশ
নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন (ইএনটি)
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
যোগাযোগ : ০১৮৮৭০৪৮৮৮৮
সূত্র্র : ফেইসবুক : ডা: চিরঞ্জীব সিনহা পলাশ




Archives

Image
ব‌রিশালে অডিশন চলছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার
Image
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা, চলছে গণনা
Image
১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি
Image
রোববার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি
Image
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন