Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৬:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ 
Wednesday November 23, 2022 , 7:26 pm
Print this E-mail this

মাদকের কুফল, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধের আহবান

বরিশালে মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বুধবার (নভেম্বর ২৩) বিকেল ৩ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয় মাদক জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপি এম) এর সঞ্চালনায় এবং বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দীন মিলন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম নাসরিন জাহান রত্না (এমপি)।বিশেষ অতিথি ছিলেন-বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আমিন উল আহসান ও বরিশাল রেঞ্জ ডি আইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড, বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শুক্লা রানী হালদার, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, বরিশাল কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম (চুন্ন), বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া। বাকেরগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান। ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মাদকের কুফল নিয়ে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন। আপন সন্তানদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন। আলোচনা শেষে বরিশাল ও বাকেরগঞ্জের শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ