Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৬:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’ 
Monday April 22, 2024 , 1:31 pm
Print this E-mail this

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে

আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : এক মার্কিন নারীর পরিবারের অভিযোগ ছিল ‘জনসন অ্যান্ড জনসন’ পাউডার ব্যবহার করে ওই নারী ঘাতক ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ৪৫ মিলিয়ন ডলারের জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জনসন অ্যান্ড জনসন এবং তার স্পিন অফ তথা সহযোগী সংস্থা কেনভিউকে। প্রসঙ্গত, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গিয়েছে। অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রাপ্তবয়স্কদের জন্য তা ডেকে আনতে পারে বিপদ। শিকাগোয় বিচারকরা রায় দেন, টেরেসা গার্সিয়া নামে ওই নারীর মৃত্যুর জন্য ৭০ শতাংশ দায় কেনভিউ। বাকি ৩০ শতাংশ দায় জনসন অ্যান্ড জনসন ও তাদের একটি ইউনিটের। ২০২০ সালে ক্যান্সারে আক্রান্ত হন টেরেসা। তার মেসোথেলিওমা হয়েছিল। এটা এমন এক ক্যান্সার, যা অ্যাসবেস্টসের সংস্পর্শে এলে হয়। জনসন অ্যান্ড জনসন কেনভিউ ভালো করেই জানতো তাদের বেবি পাউডারে অ্যাসবেস্টস রয়েছে। তবুও তারা তা বিক্রি করছিল। ১৮৯৪ সাল থেকে ‘জনসন অ্যান্ড জনসন’ বেবি পাউডার বিক্রি হচ্ছে। কিন্তু আমেরিকার ৩৫ হাজার নারী জরায়ুর ক্যান্সারের জন্য ওই সংস্থাকে দায়ী করে মামলা দায়ের করার পর থেকেই মার্কিন মুলুকে ক্রমেই কমতে শুরু করে পাউডারটির চাহিদা। জনসন অ্যান্ড জনসন-এর দাবি যে তাদের ট্যাল্ক-ভিত্তিক পণ্যগুলো ক্যান্সার সৃষ্টি করে না এবং এটি এক শতাব্দীরও বেশি সময় ধরে উপযুক্তভাবে তার বেবি পাউডার বাজারজাত করছে। কোম্পানির কর্মকর্তারা এই মাসের শুরুতে নিশ্চিত করেছে যে তারা আর ট্যালক তৈরি বা বিক্রি করে না। ‘জনসন অ্যান্ড জনসন’ এর আগে বলেছিলো যে  ২০২০ সালের মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এবং ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী ট্যালকম পাউডারকে সরিয়ে ফেলবে। কেনভিউয়ের মুখপাত্র মেলিসা উইট, রায়ের বিষয়ে মন্তব্য করতে চাননি। জনসনের ইন-হাউস মামলা বিভাগের প্রধান এরিক হাস বলেছেন, কোম্পানি জুরির অনুসন্ধানের বিরুদ্ধে আপিল করবে।

সূত্র : livemint




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার