Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২ 
Monday April 29, 2024 , 11:51 pm
Print this E-mail this

সন্ত্রাসী বাহিনী যে হামলা করেছে তা পরিকল্পিত-চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন

উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে হামলাকারীদের মধ্য থেকে অপু ও সাকিব নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

সোমবার (এপ্রিল ২৯) দিবাগত রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার এলাকায় ওই হামলায় আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক সাকিব স্থানীয় সত্তার মুন্সীর ছেলে এবং অপু নগরীর পুরানপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা কাগাশুরা বাজারের নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলেন। পথে রাসেল মুন্সীর নেতৃত্বে একটি গ্রুপ তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার হুমকি দেয়। এ সময় রাসেল ও তার সাথে থাকা লোকজন মোটরসাইকেল প্রতীকের সমর্থক রানা শরীফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রানাকে বাঁচাতে এগিয়ে গেলে বরিশাল জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালায় রাসেল মুন্সী। খবর পেয়ে রানা শরীফের স্ত্রী ঘটনাস্থলে এলে তাকেও লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, কোনো কথা না বলে আমাদের পথরোধ করে রাসেল ও তার বাহিনীর সদস্যরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে আমার সাথে থাকা রানার ওপর রাসেলের নেতৃত্বে কয়েকজন হামলা করে। শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, খবর পেয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে হামলাকারীদের সঙ্গে কানাঘুষা শুরু করেন। এ সময় রানা শরীফসহ স্থানীয়রা হামলাকারীদের আটকের কথা বললেও পুলিশ তাতে ভ্রুক্ষেপ করেনি। এ বিষয়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন বলেন, সদর উপজেলার বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি রাসেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী যে হামলা করেছে তা পরিকল্পিত। সোমবার সারা দিন বিভিন্ন ইউনিয়নে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আমার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, অন্যায়কারী, অপরাধীরা কখনো শক্তিশালী হয় না। কোনো মাস্তান, কোনো গুন্ডা বাহিনী যতই হুমকি-ধামকি দিক, আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, নির্বাচনের পরিবেশ রক্ষায় আপনারা কঠোর ভূমিকা পালন করবেন। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) সরোয়ার হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু