Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ২, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার 
Tuesday December 2, 2025 , 12:14 pm
Print this E-mail this

নিজেকে সার্জন পরিচয় দিয়ে অস্ত্রোপচার

বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী থেকে ফিরোজ আহমেদ নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে সার্জন পরিচয় দিয়ে অস্ত্রোপচার করে আসছিলেন এই ভুয়া চিকিৎসক। সোমবার (ডিসেম্বর ১) গভীর রাতে গৌরনদী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার টরকি (সুন্দরদী) এলাকা থেকে তাকে আটক করে এবং সঙ্গে সঙ্গে থানায় মামলা দায়ের করে।

জানা যায়, ইউরোলজি ও জেনারেল সার্জন ডা: মো: আমিরুল ইসলামের নাম ও তার বিএমডিসি নম্বর ব্যবহার করে গৌরনদী ও বরিশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ও জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করে আসছিলেন প্রতারক ফিরোজ। অবশেষে সোমবার গভীর রাতে গৌরনদী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে উপজেলার টরকি (সুন্দরদী) এলাকা থেকে ফিরোজকে আটক করেছে। এ ঘটনায় রাতেই গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ‎অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ অন্যের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখা, অপারেশন করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার কথা স্বীকার করেছেন।




Archives
Image
বরিশালে ভুয়া চিকিৎসক গ্রেফতার
Image
পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
Image
বরিশালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদণ্ড আদায়
Image
চার দফা দাবিতে বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা