Current Bangladesh Time
বুধবার মে ১, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালী বাসষ্ট্যান্ড সড়কটির বেহাল দশা 
Tuesday September 21, 2021 , 9:20 pm
Print this E-mail this

বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই সড়কটির কাজ শুরু হবে-উপজেলা নির্বাহী কর্মকর্তা

পিরোজপুর কাউখালী বাসষ্ট্যান্ড সড়কটির বেহাল দশা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর কাউখালী উপজেলার প্রাণ কেন্দ্রে চিরাপাড়া-ভিটাবাড়িয়া-গরিয়ার পাড় সড়কের সরকারি বালক বিদ্যালয় হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। কয়েকদফা সড়ক বিভাগ সড়কটির গর্তগুলো সাময়িক ভাবে ইট-বালি দিয়ে সংস্কার করলেও আরো বেশি ঝুঁকির মধ্যে যান চলাচল করছে। প্রতিদিন এই সড়কের মধ্যে দিয়ে যান চলাচয় করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রী সাধারণ। এছাড়া এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। শিক্ষার্থীরা স্বাভাবিক চলাচল করতেও ভয় পাচ্ছে। ব্যস্ততম এই সড়ক দিয়ে বহু কষ্ট করে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সরকারি বালিয়া উচ্চ বিদ্যালয়, কাউখালী সরকারি কলেজ, কাউখালী মহিলা কলেজ সহ ৮-১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীর একমাত্র পথচলা এই সড়কটি। ফলে এলাকার অভিভাবক মহল বার বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও এখন পর্যন্ত সড়কটি সংস্কারের ব্যবস্থা বা উদ্দ্যোগ নেইনি বলে ক্ষোভ প্রকাশ করছে বলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান। এছাড়াও এই সড়কটির পাশে কয়েকটি বেসরকারি অফিস থাকায় প্রতিনিয়ন তাদের অফিস যাতায়াত ও অফিসে আসা সেবা গ্রহীতারা চরম দুর্ভোগে পড়েছে বলেন শিক্ষক জাহাঙ্গীর হোসেন। সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও কারণে অকারণে খালবিলগুলো ভরাট করার ফলে সড়কের উপর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটিতে এই রকম বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই সড়কটির কাজ শুরু হবে।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ