Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ডাক্তারকে কষে চড় মারলেন নার্স, ভিডিও ভাইরাল! 
Wednesday April 28, 2021 , 4:48 pm
Print this E-mail this

‘তোর কত ক্ষমতা?’ এরপরেই সজোরে চড়, চড় খেয়ে মাস্ক খুলে যায় চিকিৎসকের

ডাক্তারকে কষে চড় মারলেন নার্স, ভিডিও ভাইরাল!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে নাকাল ভারতের সরকারি হাসপাতালগুলো। প্রবল চাপের মধ্যে কাজ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশে চিকিৎসককে চড় মেরে ভাইরাল হয়েছেন এক নার্স। সংবাদমাধ্যম এএনআই এই ঘটনার একটি ১৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে। উত্তরপ্রদেশের রামপুর জেলা হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তার পরিবার সার্টিফিকেট চায় হাসপাতালে কর্তৃপক্ষের কাছে। এই কাজের জন্য গেলে নার্সকে সবকিছু লিখিতভাবে জমা দিতে বলেন চিকিৎসক। এদিকে মৃত রোগীর পরিবার ফের সার্টিফিকেটের জন্য ওই সেবিকার দ্বারস্থ হয়। দুই তরফা চাপ সহ্য করতে না পেরে নার্স সোজা ইমার্জেন্সি ওয়ার্ডে হাজির হন। প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এরপর নার্স বলে ওঠেন, ‘তোর কত ক্ষমতা?’ এরপরেই সজোরে চড়। চড় খেয়ে মাস্ক খুলে যায় চিকিৎসকের। তিনি উল্টো চড় চালান। পাশে দাঁড়িয়েছিলেন এক পুলিশ সদস্য এবং হাসপাতালের আরো বেশ কিছু কর্মী। তারাই মারামারি থামিয়ে দেন। রামপুরের সিটি ম্যাজিস্ট্রেট রামজি মিশ্রা জানিয়েছেন, দুই জনের সঙ্গেই কথা বলেছেন তিনি। উভয়েই বলেছেন, অতিরিক্ত কাজের চাপে মাথা গরম হয়ে গিয়েছিল। এ ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন ম্যাজিস্ট্রেট।




Archives
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ
Image
মা ইলিশ সংরক্ষণে বরিশালে বিশেষ অভিযান শুরু