Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আকফাতআলী – ওবায়দুল হক খান 
Tuesday February 16, 2021 , 9:25 am
Print this E-mail this

আকফাতআলী – ওবায়দুল হক খান


আকফাতআলী
– ওবায়দুল হক খান
“আকফাতআলীর সবকিছুই চলছে ঠিকঠাক
শুধু কর্মস্থলের বেলায়
নানান অজুহাতে,
কোম্পানির বসের সামনে
লেজ নেড়ে কর্ম চুরি আর
তেল মাখানো তাল-বাহানায় সময় পার”;
এমন কোন অপেশাদারিত্বের লজ্জাজনক অপবাদ
থেকে নিজেকে শুধরে নিতে
কিংবা নামের আগে হাজ্বি টাইটেল
এঁটে নেয়ার সুযোগ দিও বিধি…!
সরকারী চাকুরির সুবাদে
যতটা ফাঁকিবাজ, চাপাবাজ,
দাম্ভিক ও চতুর নরশৃগাল সদৃশ
ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হয়েছে,
পরিনামে দেখেছি ভিক্ষা আর
চিকিৎসালয়ে দুঃখজনকভাবে কাতরাতে সাঁতরাতে
মিথ্যের খেসারত সুদেআসলে বুঝিয়ে দিতে!
তাই জনগণের ঘামের দামে
নাম মাত্র চাকুরির সাইনবোর্ড খুলে
আলোর সন্ধিক্ষণে আসা শ্রেয়!
জীবনের ২৪ ঘন্টায় ১৮ ঘন্টার বেশি
সময় ব্যায় করছি জনকল্যাণে,
তবুও মনে হয়
জনগণের ঘাম ঝাড়ানো টাকায়
সরকারি কোষাগার থেকে যা নেই,
তা ফিরিয়ে দিতে কোথাও কি যেন বাকি রেখেছি
জাতি আমায় ক্ষমা করবে তো ….!
২৯ জানুয়ারি ২০২১ || বরিশাল




Archives
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি
Image
বরিশালে কাঁচামরিচে কেজি ৫০০ টাকা, বেড়েছে সবজি আর মাছের দাম
Image
ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই : সিইসি
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ