Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যাত্রা শুরু করলো বিএমপি ডিসি খাইরুল আলম পত্নী দিলরুবা আলমের D.K Eyes চ্যানেল 
Monday January 25, 2021 , 6:36 pm
Print this E-mail this

বুধবার আনুষ্ঠানিকভাবে পদ যাত্রা শুরু করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এ ইউটিউব চ্যানেলটি

যাত্রা শুরু করলো বিএমপি ডিসি খাইরুল আলম পত্নী দিলরুবা আলমের D.K Eyes চ্যানেল


মুক্তখবর বিনোদন ডেস্ক : যাত্রা শুরু করলো উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের সহধর্মিনী দিলরুবা আলমের রান্নার রেসিপি, ছাদ কৃষি সহ নানা রকম পরামর্শ বিষয়ক D.K Eyes ইউটিউব চ্যানেল। বুধবার (২০ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে পদ যাত্রা শুরু করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এ ইউটিউব চ্যানেলটি। আজ সোমবার (২৫ জানুয়ারী) সকালে ডিসি পত্নী দিলরুবা আলম জানান, দেশে করোনা মহামারীর সময় কিভাবে নিজেকে আত্মনির্ভরশীল করা যায় এ প্রচেষ্টায় সবাইকে আগ্রহী করে তুলতে অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে সু প্রতিষ্ঠিত করতে এ চ্যানেলে রান্নার রেসিপি, ছাদ কৃষি, ফুল বাগান, কৃষি বিষয়ক নানা পরামর্শ ও রুপ চর্চা বিষয়ক প্রামান্য চিত্র, টিপস এবং ভিডিও আপলোড করা হবে।

এখানে সহজবোধ্য ভাষায় অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করা হবে। চ্যানেলটিকে প্রাণবন্ত করে তুলতে দর্শকদের জন্য থাকছে তাদের চাহিদা মত নানা রকম টিপস। যাতে সবাই তাদের নিজ মতামত প্রকাশ করতে পারবেন।প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন কিছু জানার জন্য, বিনোদনের জন্য, কেউ বা নিছকই সময় কাটানোর জন্য একবার হলেও ইউটিউবে ঢুঁ মেরে থাকেন। ডিসি পত্নী দিলরুবা আলম আরও জানান, যেকোনো বিষয় নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করা মানেই এখন ইউটিউবে সে সময়ের একটা অংশ দেওয়া। একাডেমিক বিষয়সহ যেকোনো ধরণের নিত্যনৈমিত্তিক কাজ শেখার ক্ষেত্রেও ইউটিউব এখন ব্যক্তিগত শিক্ষকের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করছে। পরিস্থিতি বর্তমানে এমন দাঁড়িয়েছে যে-যার কেউ নেই, তার ইউটিউব আছে। ইউটিউবে থাকা অসংখ্য শিক্ষামূলক চ্যানেলগুলোর মধ্যে যেগুলো প্রতিনিয়ত মানসম্পন্ন কন্টেন্ট প্রকাশ করছে, সেই সাথে কন্টেন্টের বৈচিত্র ও সংখ্যার প্রাচুর্য এবং আলোচিত বিষয়ের ওপর ব্যতিক্রমী; আকর্ষণীয় উপস্থাপনার ফলে উক্ত বিষয় নিয়ে সাধারণ দর্শকরা দিন দিন ভালো ধারণা নিতে সক্ষম হচ্ছেন। তাই আমি আশা করছি, আমার কন্টেন্টগুলো সকলের ভাল লাগবে। আমাকে উৎসাহ প্রদানের জন্য আমার চ্যানেলে নিচে প্রদত্ত লিংকে নিয়মিত ভিজিট করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।

লিংক https://www.youtube.com/watch?v=WGpewP-Ipgs…




Archives
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি
Image
বরিশালে কাঁচামরিচে কেজি ৫০০ টাকা, বেড়েছে সবজি আর মাছের দাম
Image
ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই : সিইসি
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ