Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্লাড ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালীর উর্মি বাঁচতে চায় 
Tuesday March 31, 2020 , 6:44 pm
Print this E-mail this

আপনার/আপনাদের সহানুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে উর্মির মত একটি প্রাণ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালীর উর্মি বাঁচতে চায়


নিজস্ব প্রতিবেদক : সকলের সম্মিলিত প্রয়াসই পারে ব্লাড ক্যান্সার আক্রান্ত উর্মির জীবন বাঁচাতে। তার পরিবার নিরুপায় হয়ে দেশের বিত্তবানদের কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের কৃষক মো: রফিক হাওলাদারের মেয়ে উর্মি আক্তার ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের মুম্বাই শহরের টাটা মেমিারিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যায় নির্বাহ করা সম্ভব না হওয়ায় উর্মিকে বাঁচাতে তার পরিবার সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। উর্মি’র বাবা রফিক হাওলাদার জানান, উর্মির চিকিৎসার জন্য ইতিপূর্বে বাড়ি ঘর বিক্রি করে যে টাকা ছিলো তা দিয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। সব টাকা খরচ হয়ে যাওয়ায় তার পক্ষে উর্মি’র চিকিৎসার খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা দরকার। এতো টাকা তার পরিবারের পক্ষে জোগার করা সম্ভব নয়। উর্মি ২০২০ সালে এসএসসি পরিক্ষার্থী হয়েও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তিন মাস আগে উর্মি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে রক্ত পরীক্ষা করতে গিয়ে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর কিছু দিনের মধ্যে ভারতের মুম্বাই শহরে টাটা মেমিারিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, অপারেশন করলেই সে সুস্থ হবে। উর্মির মা মোসা. রেনু বেগম জানান, ওর চিকিৎসায় অনেক টাকা খরচ হবে। আমাদের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। মেয়ের চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি। উর্মিকে সাহায্য পাঠানোর ঠিকানা শাহজালাল ইসলামী ব্যাংক, কলাপাড়া শাখা, হিসাব নম্বর : ২০০১১২১০০০২১২৬৮। উর্মির পরিবারের সাথে যোগাযোগের জন্য কথা বলুন – ০১৮৪৬৫১৬৫৯০ – এই নম্বরে। আপনার/আপনাদের সহানুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে উর্মির মত একটি প্রাণ।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!