Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ! 
Wednesday March 11, 2020 , 11:55 am
Print this E-mail this

রে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন অদিতি

ভারতে চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলন্ত ট্রেনে বাইরে থেকে নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট ছোড়ার অভিযোগ উঠেছে। এমনকি ঢিলও ছোড়া হয়। ফলে জানালার পাশে বসে থাকা অদিতি অরুন দে নামে এক নারী সাংবাদিক সম্পূর্ণ ভিজে যান। গত সোমবার সন্ধ্যায় দোলের দিন ভারতের পার্ক সার্কাস এলাকায় ঘটেছে এমন ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, প্রতিদিনের মতো সোমবার অফিস থেকে বেরিয়ে শিয়ালদহ এসেছিলেন সোনারপুর এলাকার বাসিন্দা অদিতি দে। সেখান থেকে ৭টা ৪৫ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে ওঠেন তিনি। জানালার ধারে বসেছিলেন অদিতি। পার্ক সার্কাস স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। পরে সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অদিতি দে বলেন, ‘পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই নারী কামরার দিকে প্রস্রাব ভর্তি প্যাকেট উড়ে আসে। জানালার ধারে আমি বসেছিলাম। ফলে সেই প্রস্রাব আমার গায়ে লাগে। সম্পূর্ণ ভিজে যাই। এরপরই একটি ঢিল উড়ে আসে। আমি সরে না গেলে হয়তো ঢিলটি আমার মাথায় বা চোখে লাগতো।’ তিনি অভিযোগ করেন, এটা কোনো নতুন ঘটনা নয়। রোজই এই এলাকায় ট্রেনের নারী কামরা লক্ষ্য করে নোংরা আবর্জনা ছোড়া হয়। কোনোদিন যদি অ্যাসিড ছোড়া হয়, তার দায় কে নেবে? একই সঙ্গে রেল পুলিশের প্রতি অদিতির আবেদন, ‘আপনারা একটু সক্রিয় হন। যাতে আর এ ধরনের ঘটনা আর না ঘটে।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা