Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » না খেলেও বিপিএলের সেরা বোলার সাকিব আল হাসান! 
Saturday January 18, 2020 , 10:15 am
Print this E-mail this

না খেলেও বিপিএলের সেরা বোলার সাকিব আল হাসান!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কী অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, বিপিএলের ইতিহাসে এখনো সেরা বোলার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এবার বিপিএল খেলা হয়নি সাকিবের। তবু পরিসংখ্যান বলছে তিনিই নাম্বার ওয়ান। অদ্যাবধি ৭৬ ম্যাচে অংশ নিয়ে ১০৬ উইকেট ঝুলিতে পুরেছেন সাকিব। তার ধারেকাছেও নেই কেউ। তালিকার দুইয়ে আছেন আরেক বাংলাদেশি রুবেল হোসেন। ৬৯ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৯০ উইকেট। এরপর এবার ঢাকা প্লাটুনের হয়ে বিপিএল খেলা মাশরাফি বিন মুর্তজার নামের পাশে লেখা ৮১ উইকেট। চার নম্বর নামটা পেসার শফিউল ইসলামের। ৭৬ ম্যাচ থেকে ৭৮ উইকেট নিয়ে তিনি আছেন সেরা পাঁচে। উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি ২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল