Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ৩:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছোলাসহ ২৮টি কলা খেয়ে এক চা বিক্রেতা জিতে নিলেন ১হাজার টাকা! 
Sunday August 11, 2019 , 12:36 pm
Print this E-mail this

বরিশালে ছোলাসহ ২৮টি কলা খেয়ে এক চা বিক্রেতা জিতে নিলেন ১হাজার টাকা!


এইচ আর হীরা : বর্তমানে আমাদের সমাজের তরুণদের মাঝে একটি বিষয় খুবই বেশী দেখা যাচ্ছে আর সেইটা হলো জুয়া নামের বাজী বা লটারী। অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের পরিবারের বড়রা তাদের উৎসাহিত করে থাকে। এক্ষেত্রে অনেকে মনে করে এই বাজির মাধ্যমে তার ভাগ্য সম্পর্কে ধারনা পাওয়া যায়। কিন্তু অনেকেই হয়তো জানে না যে তারা যা করছে সেটা হারাম। এরকমই এক বাজির কান্ড ঘটেছে বরিশাল নগরীর নথুল্লাবাদ হুসাইনিয়া মাদ্রাসার পোলের পাশে এক চা দোকানীর সাথে। পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা চা দোকানী মোঃ অলি হোসেন নথুল্লাবাদ পোলার পাশে চা বিক্রি করে সংসার চালায়। প্রতিদিনের মতো আজও সে তার দোকানে চা বিক্রি করছিলো।একসময় এক চা খেতে আসা কাস্টমারের সাথে কথায় কথায় একটি বাজি ধরেছে চা দোকানী অলি হোসেন। অলি হোসেনের দোকানে থাকা কাঁঠালি কলা নিয়ে বাজি ধরে এক কাস্টমার। পরবর্তীতে অলি হোসেনের দোকানে থাকা ২৮টি কাঁঠালি কলা ছোকলা সহ খেতে পারলে সেই কাস্টমার এক হাজার টাকা দিবে বলে অলি হোসেনের সাথে বাজি ধরে। এরপর চা দোকানী অলি হোসেন সেই ২৮টি কলা ছোকলা সহ খেয়ে বাজিটি জিতে যায় এবং কাস্টমারের এক হাজার টাকা অলি হোসেনের পকেটে চলে যায়।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু