Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লকডাউন না মানলে জেল-জরিমানা করা হবে-বরিশাল জেলা প্রশাসক 
Thursday July 1, 2021 , 1:20 pm
Print this E-mail this

নগরীতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশ জন ম্যাজিষ্টেট দায়ীত্ব পালন করবেন

লকডাউন না মানলে জেল-জরিমানা করা হবে-বরিশাল জেলা প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর শহরে নতুন দেয়া লগডাউন ও শার্টডাউন শতভাগ বাস্তবায়ন করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সকালের দিকে রাস্তা-ঘাট কিছুটা ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্ন সড়কে অযথা ঘোরাঘুরি, আড্ডা দেয়ার কাজেই ব্যস্ত অনেকেই। অপরদিকে দুইদিন অগেও প্রশাসন থেকে যেভাবে হুংকার দেয়া হয়েছিল মহানগরীয় সড়ক পথ ও এলাকায় সেরকম কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সেরকম দায়িত্ব পালনে দেখা যায়নি। শহরের ভিতর মোটরবাইকের চলাচল করেছে বাধাহীনভাবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন কিন্ত তারা মোটরবাইকের গতিরোধ করতে চোখে পড়েনি। এদিকে সকালের দিকে নগরীর পোর্ট রোডের মৎস্য আড়তে ছিল অজস্র ভীর। অথচ সেখানে করোনা প্রতিরোধের কোন ব্যবস্থা চোখে পড়েনি। এদিকে সকাল ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শনে আসেন। এসময় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে একাধিক গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গত তিনদিন যাবত মাক্স বিতরণ সহ নানা জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা চালিয়েছি। আজ থেকে কোন মাক্স বিতরণ নয়। এখন থেকে কঠোরভাবে দায়িত্ব পালনকালে জেল-জরিমানা করা হবে, এখানে কোন ছাড় দেয়া হবে না। নগরী ও বিভিন্ন উপজেলায় লকডাউন ও শার্টডাউন বাস্তবায়নে নগরীতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিশ জন ম্যাজিষ্টেট দায়ীত্ব পালন করবেন। একই সময়ে বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকতারাও তাদের কাজ করে যাবেন। তিনি আরও বলেন, মাঠে সেনা বাহিনী ও বিজিবি টিমও কাজ করবেন। এব্যাপারে কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম (পিপিএম) বলেন, নগরীর রুপাতলী বাসস্টান্ড, চৌমাথা, কালিজিরা, বাংলা বাজার সহ নগরীর অন্তত জনবহুল এলাকায় আমাদের দশটি পুলিশের মোবাইল টিম সহ আটটি চেক পোষ্ট বসিয়ে তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, সামনের বাকি দিনগুলি আমাদের পুলিশ বাহিনীর সদস্য কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আরও কঠোর ভূমিকা পালন করবে।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ