Current Bangladesh Time
বুধবার মে ১, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেঘনার ডুবচরে ধাক্কা লেগে চিনি বোঝাই নৌযান ডুবি 
Wednesday August 10, 2022 , 7:39 pm
Print this E-mail this

৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিলো, প্রতি বস্তায় চিনি ছিল ৫০ কেজি

মেঘনার ডুবচরে ধাক্কা লেগে চিনি বোঝাই নৌযান ডুবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলা উপজেলার কাইসমার চর সংলগ্ন মেঘনা নদীতে চিনি বোঝাই এমভি ফারহান-ফাহিম নামের একটি নৌযান ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে। তিনি জানান, মাঝারি মানের ওই পণ্যবাহী নৌযানটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ভোলা জেলার উদ্দেশে যাচ্ছিল। তিনি বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় নৌযানের চালক ডুবোচরের অবস্থান বুঝতে পারেননি। এ কারণে নৌযানটি ডুবোচরে ধাক্কা লেগে একপাশ কাত হয়ে যায়। মুহুর্তের মধ্যে নৌযানের ভেতরে পানি ঠুকতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলেই অদূরে থাকা নৌ-পুলিশের টহল টিম স্থানীয় মাঝিদের সাথে নিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত নৌযানের মাঝিসহ পাঁচজনকে উদ্ধার করে। পাশাপাশি আড়াইশ বস্তার মতো চিনি উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।নৌ পুলিশের ওই কর্মকর্তা নৌযানে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, নৌযানটিতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিলো। প্রতি বস্তায় চিনির পরিমাণ ছিল ৫০ কেজি। পানি ঢুকে পড়ায় প্রায় সাড়ে তিন হাজার বস্তা চিনি ডুবে গেছে। পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, গত দুদিন ধরেই মেঘনা নদীতে প্রচন্ড বাসাত ও ঢেউ রয়েছে। উজানের কারণে নদীতে পানিও বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছতে না পারলে নৌযানে থাকা নাবিকদের ভাগ্যে বড় ধরণের বিপদের শঙ্কা ছিল বলে আশঙ্কা প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ