Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে সুইসাইড নোট লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এক ছাত্র’র আত্মহত্যা 
Monday August 17, 2020 , 10:33 am
Print this E-mail this

সুইসাইড নোটে লিখে যায়, “সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা”

বরিশালে সুইসাইড নোট লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এক ছাত্র’র আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র ইমরান হোসেন (২০) সুইসাইড নোটে লিখে যায়, “সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা” মোবাইল ফোনে ফেসবুকের টাইম লাইনে ম্যাসেজ পাঠিয়ে দিয়ে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে পড়ে আত্মহত্যা করে। সে বরিশালের উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের মোঃ তোতা দফাদারের ছেলে। সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১টায় গাজিরপাড়স্থ নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান হোসেন এক বছর যাবৎ তার একই বর্ষের রংপুর এলাকার ইডেন কলেজে পড়ুয়া এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন যাবৎ তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলে। করোনা কালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নিজ বাড়িতে একাকীত্ব জীবন যাবন করত। তার পিতা মাতা উজিরপুর থানা কমপ্লেক্সের নিকটবর্তী নতুন বাড়িতে অবস্থান করার সুযোগে এ দুর্ঘটনা ঘটায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, প্রেমের সম্পর্কের কারণে কিছুদিন যাবৎ ইমরান হোসেন মানসিক ভাবে অসুস্থ্য ছিল। ফেসবুকে আত্মহত্যা নিয়ে বিভিন্ন কথা লিখত। মৃত্যুর পূর্বে টাইম লাইনে “সিলিং এ ঝুলে গেল আত্মা, এরই নাম আত্মহত্যা” লিখে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ