Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যততত্র গাড়ি পার্কিং, ঘটছে যত দূর্ঘটনা! 
Sunday December 29, 2019 , 10:21 am
Print this E-mail this

বরিশালে যততত্র গাড়ি পার্কিং, ঘটছে যত দূর্ঘটনা!


মো: আরিফ হোসেন : প্রয়োজনের তুলনায় শহরে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল নগরের বাসিন্দারা। নিয়ম না মেনেই যত্রতত্র গাড়ি পার্কিং তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিষয়টি তদারকি করার দায়িত্ব বরিশাল সিটি করর্পোরেশ ও ট্রাফিক পুলিশের হাতে থাকলেও তারা কিছুই করছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বিবি পুকুরের পাড়, কাকলির মোড়, জেলখানার মোড়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, লঞ্চঘাট, বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ, সিটি করর্পোরেশনের সামনেসহ নগরের বিভিন্ন পয়েন্টে সামনে প্রতিদিন কয়েকশ যানবাহন সড়ক দখল করে গাড়ি পার্কিং করা থাকে। ফলে এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। ওই সব পয়েন্টের রাস্তা দিয়ে প্রতিদিন কয় এক শ’ যানবাহন যেমন ব্যাটারী চালিত হলুদ আটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেল, ব্যাটারির রিক্সা শহর এলাকায় চলাচল করে থাকে। অথচ এসব যানবাহনগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই মূল সড়কের ওপরে পার্কিং করে রাখা হয়। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জায়গা না থাকায় বরিশাল শহর এলাকার সড়কগুলোর বেহাল দশা। কেউ যেন কোনো নিয়মই মানছেন না। আবার এ সমস্যা সমাধানে যারা দায়িত্ব পালন করবেন তাদের যেন চোখেই পড়ছেনা। সন্ধ্যার পরে অতিরিক্ত যানবাহনের চাপে সড়ক দিয়ে হাঁটতেও ভয় পান বৃদ্ধ বয়সী লোকগুলো। বৃদ্ধ এক ভিক্ষুক সামচু বলেন, শহরের যে দিকেই তাকাই সে দিকেই মটর সাইকে, আর সিএনজি, আটো রিক্সা রাখা। তাই রাস্তা দিয়ে হাঁটা যায় না।তবে ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গাড়ি রাখার কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। আমারা গাড়ি রাখতে মানা করলে চালকদের বকা শুনতে হয়। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি করর্পোরেশনের গনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু বলেন, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন নির্দিষ্ট স্থানে রাখার জন্য শহর এলাকায় আপাতত কোনো জায়গা নেই। তবে পরিকল্পনা হচ্ছে নির্দিষ্ট স্থান করার। তিনি আরো বলেন, যানযট কমানোর জন্য বর্তমানে বরিশাল সিটি করর্পোরেশন আওতায় কোন ভবন নির্মান করতে হলে প্লান নিতে হবে আগে। প্লানে উল্লেখ করা রয়েছে বাড়ি নির্মাণের আগে তার নিচে গ্রাউন্ড ফ্লোর রাখতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকতা বলেন, বরিশাল নগরে আগের চেয়ে অনেক যানজট কমেছে। যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। শুধু ট্রাফিক পুলিশই কাজ করলে হবে না। চালকদের সহযোগীতা করতে হবে। তবে রাস্তার দখল করে গাড়ি পার্কিংকারীদের বিরুদ্ধে খুব শিগ্রই অভিযান চালানো হবে।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ