Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে থ্রি-হুইলার সিন্ডিকেটের তিন ডিলারের বিরুদ্ধে এক বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযােগ! 
Saturday December 28, 2019 , 1:04 pm
Print this E-mail this

বরিশালে থ্রি-হুইলার সিন্ডিকেটের তিন ডিলারের বিরুদ্ধে এক বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযােগ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সিএনজিচালিত থ্রি-হুইলার বিক্রেতা তিন ডিলারের বিরুদ্ধে এক বছরে প্রায় ১৯ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযােগ উঠেছে। রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা খরচের নামে ক্রেতাদের জিম্মি করে এ টাকা লােপাট করা হয়েছে। বিআরটিএ কর্মকর্তাদের ঘুষ দেয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার কথা বলা হলেও কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।নিয়মানুযায়ী ক্রেতার কাছ থেকে খরচ নিয়ে থ্রি-হুইলারের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা ডিলারের। এ সুযােগে ন্যায্য দামের তুলনায় প্রায় এক লাখ টাকা বেশি দামে ফ্রি-হুইলার বিক্রি করছেন বরিশালের তিন ডিলার। অন্য জেলার রেজিস্টেন ক্রেতাদের রেজিস্ট্রেশন করা ঝামেলাপূর্ণ এবং ডিলারদের মধ্যে অলিখিত চুক্তির কারণে জেলার বাইরের ক্রেতাদের কাছে থ্রি-হুইলার বিক্রি করে না কেউ। বরিশালের ডিলাররা এ সুযােগটাই নিচ্ছেন। বিআরটিএর তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত এক বছরে বরিশাল মহানগরীতে (মেট্রো) এক হাজার ৭০০ থ্রি-হুইলারের রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। প্রতিটি থ্রি-হুইলারের জন্য রেজিস্ট্রেশন বাবদ সব মিলিয়ে সাড়ে ১২ হাজার টাকা খরচ হয়। অথচ থ্রি-হুইলার প্রতি এক লাখ টাকা হিসেবে ১৮ কোটি ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। নগরীর রূপাতলী এলাকায় টিভিএসের ডিলার ইফাদ মটরসে ক্রেতা সেজে গেলে জানানাে হয়, মেট্রোর কাগজসহ থ্রি-হুইলারের দাম চার লাখ ৭০ হাজার টাকা। থ্রি-হুইলারের ন্যায্য দাম তাে তিন লাখ ৬০ হাজার টাকা। এক লাখ ২০ হাজার টাকা কেন বেশি চাওয়া হচ্ছে জিজ্ঞেস করা হলে বিক্রয় কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, মেট্রোর কাগজ করার ক্ষেত্রে কিছু জটিলতা আছে। এ কারণে টাকা বেশি লাগবে। রেজিষ্ট্রেশন করতে তাে সব মিলিয়ে সাড়ে ১২ হাজার টাকার মতাে দরকার হয়, সেখানে প্রায় সােয়া লাখ টাকা কেন চাওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এই দামে নিলে নেন, নইলে নিয়েন না।’ বাজাজ মটরসের ডিলার তালহা মটরসের বিক্রয় কর্মকর্তা মাে: মুন্না মােবাইল ফোনে থ্রি-হুইলারের দাম এক লাখ ১৫ হাজার টাকা বেশি চান। বেশি দাম চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মেট্রো এলাকায় গাড়ির রেজিস্ট্রেশন করতে অনেক ঝামেলা। এ কারণে টাকা বেশি লাগে।’ তালহা মটরসের মালিক নূর হােসেন মিরন বলেন, ‘এর মধ্যে অনেক বিষয় আছে। পরে ফোন দিয়েন। সামনা-সামনি দেখা করে সব বুঝিয়ে বলব।’ নগরীর সিএন্ডবি সড়কের পিয়াজিও কোম্পানির ডিলার নামস মটরসে গিয়েও একই তথ্য জানা যায়। সড়ক পরিবহন কমিটির (আরটিসি) সভাপতি ও বরিশালের পুলিশ কমিশনার মাে: শাহাবুদ্দিন খান জানান, নগরীর চাহিদা অনুযায়ী কতগুলাে থ্রি-হুইলারের রেজিস্ট্রেশন দেয়া হবে তা আরটিসির সভায় নির্ধারণ করা হয়। তিনি বলেন, অভিযােগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ডিলাররা কেন বেশি টাকা নিচ্ছেন সেটিও খতিয়ে দেখা হবে। এদিকে বিআরটিএর উপ-পরিচালক জিয়াউর রহমান জানান, বরিশালে মেট্রো নম্বর দিয়ে সিএনজি থ্রি-হুইলারের রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। কারণ আরটিসির সভায় বেঁধে দেয়া কোটা শেষ হয়ে গেছে। কিন্তু সম্পূর্ণ ভিন্নসুর ডিলারদের মুখে। মেট্রোর নম্বরসহ রেজিস্ট্রেশন করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা থ্রি-হুইলার বিক্রি করছেন। এমনকি তারা রেজিস্ট্রেশন করেও দিচ্ছেন। কিন্তু এটা কী করে সম্ভব হছেএর কোনাে সদুত্তর কারও কাছে নেই। এ ব্যাপারে বিআরটিএর উপ-পরিচালক জিয়াউর রহমান বলেন, এটা তাে হওয়ার কথা নয়। তবুও খোঁজ নিয়ে দেখব। রেজিস্ট্রেশনের নামে বিআরটিএর কর্মকর্তাদের অতিরিক্ত টাকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত ফি’র বাইরে এক টাকাও বেশি নেয়া হয় না। প্রমাণ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বিডি ক্রাইম ২৪




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ