Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গরু চুরি করে টমটমে নিয়ে পালানোর সময় দুই চোর আটক 
Friday September 18, 2020 , 5:16 pm
Print this E-mail this

বরিশাল-ভোলা মহাসড়ক থেকে তাদের ধাওয়া করে আটক করে বন্দর থানা পুলিশ

বরিশালে গরু চুরি করে টমটমে নিয়ে পালানোর সময় দুই চোর আটক


এস এম রনি, অতিথি প্রতিবেদক : বরিশালে চুরি করে টমটমে নিয়ে পালানোর সময় ১ টি গরুসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার পৌণে ১০ টার দিকে বরিশাল-ভোলা মহাসড়ক থেকে তাদের ধাওয়া করে আটক করা হয়।আটককৃত হলো-নলছিটির গৌরীপাশা এলাকার মৃত তোফাজ্জল হাওলাদারের ছেলে মো: শামীম হাওলাদার (৩০), একই এলাকার মৃত: কালাম হাওলাদারের ছেলে মো: মাহেদুল হাওলাদার। জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিরণ পয়েন্টের থেকে একটি টমটম বেপরোয়া গতিতে জিরো পয়েন্টের উদ্দেশ্যে আসছে থাকে। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে বন্দর থানা পুলিশের এসআই সজল সাহার নেতৃত্বে একটি টিম তাদেরকে গাড়ি থামানোর সিগন্যাল দেয়। কিন্তু তারা গাড়ি না থামিয়ে আরো গতিতে বাড়িয়ে চালিয়ে শাখা রাস্তায় প্রবেশ তালুকদার বাড়ির সামনে গিয়ে গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসীর সহযোগীতায় চোরদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে ওই সাদা রংয়ের গর্ভবতী গরুটি নলছিটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত কাজেম আলী খানের ছেলে শাহাজালাল খানের গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে আসে। পরে গরুর প্রকৃত মালিক শাহজালালের সাথে কথা বলে নিয়ম অনুযায়ী গরুটি তাকে বুঝিয়ে দেয়া হয় এবং তিনি নলছিটি থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, চোর এবং গরু সবাই নলছিটি থানার আওতাধীন। তাই আমরা চোর এবং গরু নলছিটি থানায় সোপর্দ করেছি। তিনি আরও বলেন, জনগণ যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে যেকোনো ধরনের অপরাধ সমাজ থেকে নিশ্চিহ্ন করা খুবই সহজ হবে। এবং আমরা বিট পুলিশীং ও কমিউনিটি পুলিশীং’র মাধ্যমে পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ