Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানে জেলা কমিটির সভা 
Saturday January 16, 2021 , 1:48 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি

বরিশালে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানে জেলা কমিটির সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ শনিবার (১৬ জানুয়ারী) শনিবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল জেলা প্রশাসন’র আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম-এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক ও কমিটির সভাপতি জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ আরও অনেকই। করোনাভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগের নিদের্শন মেনে স্থানীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সভাপতি পরিশেষে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা বাস্তবায়নসহ বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস’র প্রাদুর্ভাব রোধকল্পে পারস্পরিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ