Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রাণঘাতী করোনাভাইরাস নেই যে ৪২ দেশে, এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত 
Sunday March 22, 2020 , 8:59 pm
Print this E-mail this

করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন বিশ্বের বিভিন্ন দেশে দাপিয়ে বেড়াচ্ছে

প্রাণঘাতী করোনাভাইরাস নেই যে ৪২ দেশে, এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনের উহান থেকে প্রায় দুই মাস আগে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন বিশ্বের বিভিন্ন দেশে দাপিয়ে বেড়াচ্ছে। এ পর্যন্ত বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই  ভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৩ জন। এর মধ্যে ইতালিতেই মারা গেছে ৭৯৩ জনের। এছাড়া, ৩২ হাজার ২৮ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। অপরদিকে, ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭ হাজার ৬২৫ জন। বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, এখনো অন্তত ৪২টি দেশ করোনা থেকে মুক্ত রয়েছে। এর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত।

করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো :

১. মিয়ানমার
২. বুরুন্ডি
৩. বতসোয়ানা
৪. বেলিজ।
৫. কেপভার্দে
৬. কোট ডি’আইভায়ার
৭. শাদ
৮. কমোরোস
৯. ডোমিনিকা
১০. ইরিত্রিয়া
১১. গ্রেনাডা
১২. গিনি বিসাউ
১৩. হাইতি
১৪. হোলি সি
১৫. কিরিবাতি
১৬. লাওস
১৭. লেসোথ
১৮. লিবিয়া
১৯. মাদাগাস্কার
২০. মালাউই
২১. মালি
২২. মার্শাল দ্বীপপুঞ্জ
২৩. মাইক্রোনেশিয়া
২৪. মোজাম্বিক
২৫. নাউরু
২৬. নাইজার
২৭. উত্তর কোরিয়া
২৮. পালাউ
২৯. পাপুয়ানিউগিনি
৩০. সেন্ট ভিনসেন্ট
৩১. গ্রেনাডাইন্স
৩২. সাও টম অ্যান্ড প্রিন্সিপি
৩৩. সিয়েরালিওন
৩৪. সলোমন দ্বীপপুঞ্জ
৩৫. দক্ষিণ সুদান
৩৬. সিরিয়া
৩৭. তাজিকিস্তান
৩৮. পূর্ব তিমুর
৩৯. টোঙ্গা
৪০. তুর্কমিনিয়া
৪১. টুভালু


৪২. ইয়েমেন।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ