Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৫:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ভূমি ও গৃহহীন ৭ হাজার ১শ’ ২৭ পরিবার 
Wednesday June 9, 2021 , 6:00 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করবেন

দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ভূমি ও গৃহহীন ৭ হাজার ১শ’ ২৭ পরিবার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় ধাপে সরকারি ঘর পাচ্ছেন বরিশাল বিভাগের ভূমি ও গৃহহীন ৭ হাজার ১শ’ ২৭ পরিবার। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করবেন। এখন ওই ঘর নির্মাণের সবশেষ সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বুধবার বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরআবদানী গ্রামে নির্মিত ৫০টি ঘর পরিদর্শন করেন, বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সদর উপজেলা চেয়ারম্যান মো: সাইদুর রহমান রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্নাসহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্র জানায়, ভূমি ও গৃহহীন প্রতিটি ২ শতাংশ খাস জমিসহ ২ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘর পাবেন। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে বরিশাল জেলায় ৪৯৯টি, পটুয়াখালীতে ২ হাজার ৭৮১টি, ভোলায় ৩৭১টি, পিরোজপুর জেলায় ২ হাজার ৪টি, বরগুনায় এক হাজার এবং ঝালকাঠীতে ৪৭২টি ঘর বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে মুজিব শতবর্ষ উপলক্ষে জমিসহ এই ঘর দেয়া হচ্ছে বলে তিনি জানান। এর আগে প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৬৬টি ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ