Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, মা ও মেয়ে আটক 
Saturday May 30, 2020 , 4:17 pm
Print this E-mail this

টাকা হাতিয়ে নেওয়ার পর আসামীদ্বয় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়

ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, মা ও মেয়ে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮’র অভিযানিক দল। ২৯ মে রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস এলাকা থেকে এদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব-৮। আটককৃতরা হলেন-মুন্নি আক্তার (১৮), পিতা : মো: বাদল মৃধা, স্বামী: জুম্মন মোল্লা, (২) মোছা: পরি ভানু (৪০), স্বামী: মো: বাদল মৃধা, উভয় সাং: আকসর ক্লাব, থানা: রাজাপুর। অভিযোগ, মুন্নি আক্তার (১৮) দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের নিকট থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। সে বিবাহিত হওয়া সত্বেও অবিবাহিত বলে বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ করতো। জানা যায়, গত ১৭ মে মুন্নি আক্তার বরিশাল নগরীর সাগরদী বাজারে মো: মাসুদ হোসেন (২৩) এর কনফেকশনারী দোকানে আসে এবং জানায় তারা খুবই গরীব ও অসহায় এবং তার মা খুব অসুস্থ হওয়ায় চিকিৎসা করানোর জন্য ৪০হাজার টাকা প্রয়োজন। তখন মো: মাসুদ হোসেন মুন্নির পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদে বলে তার পিতা দুই বছর আগে মৃত্যু বরণ করে এবং তাদের পরিবারে উপর্জন করার মত কোন মাধ্যম নাই।কথোপকোথনের এক পর্যায়ে মুন্নি আক্তার (১৮) মো: মাসুদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয় এবং নিয়মিত একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যায়।কথাবার্তার এক পর্যায়ে মুন্নি আক্তারের সাথে মো: মাসুদের প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামীর মোছা: পরি ভানু (৪০) তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মো: মাসুদ হোসেন (২৩) তার প্রস্তাবে রাজি হয়। তখন আসামীর মা বিয়ের বিষয়টি কাউকে না জানানোর জন্য অনুরোধ করে এবং কালক্ষেপন না করে দ্রুত বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। গত ২৭ মে তারিখে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা নিয়ে একাকি বিয়ে করার জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেইন গেইটের সামনে আসতে বলে। পরবর্তীতে মো: মাসুদ হোসেন সরল বিশ্বাসে ৫০ হাজার টাকা নিয়ে উক্ত স্থানে যায়। তখন আসামীর মা মাসুদ হোসেনকে বলে তোমার সাথে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, আশে পাশের লোকজন আমাদের দেখেলে আমরা বিপদে পড়ে যাবো। মো: মাসুদের নিকট ৫০ হাজার টাকা আসামী মুন্নি আক্তারের মা মোছা: পরি ভানু কৌশলে হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার পর আসামীদ্বয় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে র‌্যাব-৮ বিষয়টি জানতে পেরে কৌশলে তাদের আটক করে।




Archives
Image
বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন