Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৬:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু 
Sunday June 7, 2020 , 11:57 pm
Print this E-mail this

তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসআই (নিরস্ত্র) মো: একরামুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত ছিলেন। শনিবার তিনি মারা যান। রোববার (৭ জুন) পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনাযুদ্ধে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের এসআই একরামুল ইসলাম। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একরামুল কুমিল্লার লাকসাম উপজেলার কাঁঠালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৮ জন সদস্য করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, একরামুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় আইজিপি বলেন, ‘করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা গর্বিত পুলিশ সদস্য মো: একরামুল ইসলাম দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন বিলিয়ে দিয়ে ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। আমি তার প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করছি।’ একক বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এখন পর্যন্ত সারা দেশে পুলিশের মোট ছয় হাজার ২০৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৬৫ হাজার ৭৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক
Image
বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো বসতঘর, আগুন নিয়ন্ত্রণে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আটক ২
Image
তরুনদের জন্য কর্মসংস্থান করা হবে–বরিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন
Image
বরিশালে আইএইচটি শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি, তুলে নিয়ে মারধরের অভিযোগ