Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২০, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাকে একশত জুতাপেটা, দুই ছেলে গ্রেফতার 
Monday November 14, 2022 , 5:43 pm
Print this E-mail this

অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে জেল হাজতে প্রেরণ

বরিশালে মাকে একশত জুতাপেটা, দুই ছেলে গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মাকে একশত জুতাপেটা করার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত দুই ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ। সোমবার (নভেম্বর ১৪) সকালে অভিযুক্ত অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল, বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে মা স্বরসতি মন্ডল (৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আহতকে স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত’র স্বামী বিশ্বেসর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল, বিমল মন্ডল, মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, ইতিমধ্যে মামলার দুই আসামিকে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু