Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রেম করে বিয়ে, তিন মাসেই শ্বশুরবাড়িতে লাশ হলেন বর্ষা! 
Friday October 10, 2025 , 4:51 pm
Print this E-mail this

হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে

বরিশালে প্রেম করে বিয়ে, তিন মাসেই শ্বশুরবাড়িতে লাশ হলেন বর্ষা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (অক্টোবর ৯) রাত ১০ টার দিকে নগরীর উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (অক্টোবর ১০) এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। নিহত লামিয়া আক্তার বর্ষা ছিলেন সরকারি বরিশাল কলেজের অনার্স শিক্ষার্থী। তিনি বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের স্বর্ণকার বেলায়েত খানের মেয়ে। প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর বর্ষা স্বামীর সঙ্গে বেলতলা এলাকার শ্বশুর শাহীনের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে অসুস্থতার খবর পেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে আসেন নিহত বর্ষার বাবা বেলায়েত খান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিহত বর্ষার বাবা বেলায়েত খান বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুর বাড়ির লোকজন। ঘটনার রাতে আমার মেয়ে অসুস্থ বলে খবর জানানো হয়। এরপর শ্বশুর বাড়ির গিয়ে দেখি খালি ঘরের একটি কক্ষে আমার মেয়ের নিথর দেহ পড়ে আছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কুদ্দুস হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। ঘটনা তদন্তে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিমার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।facebook sharing button




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন