Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় এনসিপি 
Tuesday June 3, 2025 , 6:29 pm
Print this E-mail this

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের প্রস্তাবে এনসিপি একমত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় এনসিপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের বিরতিতে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ কথা বলেছেন।তিনি বলেন, “আমরা চাই জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। এর কারিগরি দিক নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে।” তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের প্রস্তাবে এনসিপি একমত বলে জানান সারোয়ার তুষার। তবে তিনি বলেন, “মেয়াদ তিন মাস বা চার মাসের বিষয়ে আমরা নমনীয় থাকব। স্থানীয় সরকার নির্বাচন অন্তর্ভুক্ত হলে চার মাস প্রয়োজন হতে পারে।” আলোচনায় সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার পক্ষে মত দেয় এনসিপি। সারোয়ার তুষার বলেন, “আমরা বলেছি, আস্থা ভোট ও অর্থবিল ছাড়া বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা যেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারেন।” তবে সংবিধান সংশোধন ও রাষ্ট্রপতি নির্বাচন এই বিধান থেকে ব্যতিক্রম থাকবে বলে মত দেয় দলটি। এনসিপির ভাষ্যে, অতীতে সংবিধান সংশোধনের নামে বহু রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, যা ভবিষ্যতেও বড় ধরনের ঝুঁকি ডেকে আনতে পারে। এ কারণে এ বিষয়ে আরও গভীর, সর্বদলীয় ও দীর্ঘমেয়াদি আলোচনা প্রয়োজন। তুষার বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা চাই, রাজনৈতিক সংস্কৃতিতে এমন পরিবর্তন আসুক, যাতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে বাস্তববাদী ও গ্রহণযোগ্য ঐকমত্য গড়ে ওঠে।”




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত
Image
বরিশালে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুণলেন প্রবাসী