Current Bangladesh Time
সোমবার জুন ১৬, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উপাচার্যের পদত্যাগে ববি শিক্ষার্থীদের একদফা দাবি 
Sunday May 4, 2025 , 5:10 pm
Print this E-mail this

সংবাদ সম্মেলনে তারা ভিসির নানা অনিয়মের কথা তুলে ধরেন

উপাচার্যের পদত্যাগে ববি শিক্ষার্থীদের একদফা দাবি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগে একদফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (মে ৪) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা ভিসির নানা অনিয়মের কথা তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে ২২ দফা দাবি দিয়েছিলাম কিন্তু ৬ মাস কেটে গেলেও তার বাস্তবায়ন সম্ভব হয়নি। জুলাই আন্দোলনে হামলাকারী শিক্ষার্থীদের অন্যতম শাহরিয়ার শানকে ছাত্রলীগ দরজা ভেঙে নিয়ে গেলে তাদের নামে কোনো মামলা কিংবা শাস্তির ব্যবস্থা করেনি প্রশাসন বরং যৌক্তিক আন্দোলন দমন করার জন্য শিক্ষার্থীদের নামে আওয়ামী কায়দায় মামলা দিচ্ছে। যা ভিসির নৈতিক অধিকার হারিয়েছে। এছাড়াও প্রফেসর ড. শূচিতা শারমিন দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করে চলেছে। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলনে করে আসছে তাদের কোনো কথায় ভিসি কর্ণপাত করেননি। সাম্প্রতিক সময়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর সাহায্যের আবেদন চেয়ে দরখাস্ত করে কিন্তু পাঁচ মাসে উপাচার্যের স্বাক্ষর মেলেনি। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মত গণতান্ত্রিক পরিষদে ওনার মত স্বৈরাচারী লোক থাকার যোগ্যতা থাকার প্রয়োজন মনে করি না। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, যদি এ স্বৈরাচার ভিসিকে অপসারণ না করা হয় তবে বিশ্ববিদ্যালয়সহ গোটা দক্ষিণ বঙ্গ শাটডাউন করে দেওয়া হবে। এখানে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক যেন দক্ষিণ বঙ্গ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী বান্ধব হবে। এর আগে বেলা সাড়ে ১১টায় চলমান এ বিষয় নিয়ে উপাচার্য তার বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে বসার কথা বলেন।




Archives
Image
ডেঙ্গু ও করোনা সচেতনতায় বরিশালে মাঠে নামলো এনসিপি
Image
বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত
Image
বরিশালে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image
ঈদের ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত