Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চুরি হওয়া মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ 
Monday September 19, 2022 , 4:51 pm
Print this E-mail this

এ সকল চোরাই সিন্ডিকেট ধরতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে

বরিশালে চুরি হওয়া মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ১২টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা পুলিশ। সোমবার (সেপ্টেম্বর ১৯) বেলা ১২টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলার আইসিটি শাখা ও ডিবি পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

উদ্ধারকৃত ফোনগুলো মালিকের হাতে তুলে দেয়ার সময় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, এ সকল ফোনগুলো জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছে থেকে উদ্ধার করা হয়েছে। কারণ যারা ফোনগুলো চুরি করেছে তারা বিভিন্ন স্থানে বিক্রি করে দিয়েছে। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, তবে এ সকল চোরাই সিন্ডিকেট ধরতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। অচিরেই এই চোরাই সিন্ডিকেট ধরা পড়বে। এজন্য সকলের সহযোগিতার কথা জানান পুলিশ সুপার। জেলার গৌরনদী উপজেলার মোসা সাদিয়া বিনতে জাকির তার হারানো ফোন স্যামসাং এম২১ ফিরে পেয়ে বলেন, কখনো ভাবিনি যে ফোনটা ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভাল লাগছে। ফোনের চেয়েও ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডোকুমেন্টগুলো জরুরি। এজন্য বরিশাল জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সুদীপ্ত সরকার বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখা ও ডিবি পুলিশের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানার হারিয়ে যাওয়া সর্বমোট ১২টি মোবাইল ফোন সনাক্ত পূর্বক উদ্ধার করে। তিনি আরো বলেন, জেলা পুলিশের এ সেবা চলমান থাকবে। এ সেবার মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন থানায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ সনাক্ত পূর্বক অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় আনা সম্ভবপর হবে। হারিয়ে যাওয়া ফোনগুলো উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন সহ প্রমূখ।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
Image
বরিশাল শেবাচিম থেকে ১০ নারীসহ চক্রের ২৫ সদস্য আটক