Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ৩০, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কবিতা-গল্প-গান ও আলোচনায় বরিশালে কাব্যকথা’র সাহিত্য উৎসব 
Friday September 16, 2022 , 3:49 pm
Print this E-mail this

প্রধান অতিথি ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম

কবিতা-গল্প-গান ও আলোচনায় বরিশালে কাব্যকথা’র সাহিত্য উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বরচিত কবিতা পাঠের ফাঁকে ফাঁকে চলছিল সংগীতের মূর্ছনা। বরিশালের নজরুল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন ও রবীন্দ্র সংগীত পরিষদের অমিতা রায় জমিয়ে তোলেন সাহিত্যের এই আয়োজন। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন-খ্যাতনামা ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, সাধারণ সম্পাদক শোভন কর্মকারসহ আরো অনেকে। কবিদের স্বরচিত কবিতা পাঠ দিয়ে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন সভাপতি মীর আব্দুল আলীম। কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মরণে বরিশাল সাহিত্য উৎসব-২০২২ শিরোনাম হলেও এটিকে আর যাই হোক সাহিত্য উৎসব বলা যাবে না। কেননা, উৎসব মুখর কোনো পরিবেশ এখানে ছিলো না। ছিলো দীর্ঘ অপেক্ষা উদ্বোধক ও প্রধান অতিথির জন্য। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে শুক্রবারের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম এবং

সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি

উদ্বোধন ঘোষণা করেন সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি। কাব্যকথা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, কবি আবুল বাসার সেরনিয়াবাত। স্বাগত বক্তব্য রাখেন, কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ মু. মোস্তফা কামাল, বিটিভি’র অনুষ্ঠান বিভাগের পরিচালক ড.মো: ইমাম হোসাইন, সাহিত্যিক আরিফ মঈন উদ্দীন প্রমূখ। পুরো অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জালাল খান ইউসুফী।




Archives
Image
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন দম্পতি, চালকের গলায় ছুরি বসিয়ে ছিনতাই
Image
বিয়ের পর স্ত্রীর মর্যাদা না দেওয়ায় প্রতারণা ও যৌতুকের মামলায় স্বামী কারাগারে
Image
নকল জুুুুস তৈরির কারখানার সন্ধান, মালিকের ৩ মাসের কারাদণ্ড
Image
পিরোজপুরের কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়