|
মেঘালয় পুলিশ ও বিএসএফের আধিকারিক এই দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন
হাদি হত্যায় ৫ বাংলাদেশি আটক পশ্চিমবঙ্গে? জবাব দিল রাজ্য পুলিশ
মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে—বাংলাদেশ পুলিশের এমন দাবি নাকচ করে দিয়েছে ভারতের মেঘালয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার মেঘালয় পুলিশ ও বিএসএফের আধিকারিক এই দাবিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন।
 ওসমান হাদির সন্দেহভাজন দুই হত্যাকারী
ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে মেঘালয়ে রয়েছে—বাংলাদেশ পুলিশের এমন বক্তব্য মেঘালয় পুলিশের আধিকারিক প্রত্যাখ্যান করেছেন। এবার এই বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশও।

সোশ্যাল মিডিয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে লেখা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে, প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।’
Post Views: ০
|