Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার 
Saturday November 8, 2025 , 8:31 pm
Print this E-mail this

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ

স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।’ শনিবার (নভেম্বর ৮) সকাল ১১টার দিকে বরিশাল সদরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সরোয়ার বলেন, ‘দেশের জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারো বিপ্লব সৃষ্টি হবে।‘ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।’ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওণাকুল ইসলাম টিপু, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, নুরুল আমিন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে নেতা-কর্মীরা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।




Archives
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক
Image
স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : সরোয়ার
Image
বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট!
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর