Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড 
Sunday October 5, 2025 , 7:12 pm
Print this E-mail this

অভিযুক্ত আসামি সোহরাব হোসেনকে জেল হাজতে প্রেরণ

বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে লাশ গুম করায় অভিযুক্ত স্বামী সোহরাব হোসেন আকনকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে আসামিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (অক্টোবর ৫) দুপুরে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা: রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহরাব মুলাদী উপজেলার তেরচর গ্রামের মৃত্য লাল মিয়া আকনের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো: মোখলেচুর রহমান বাচ্চু জানান, দুই লক্ষ টাকা যৌতুকের জন্য উপজেলার তেরচর গ্রামে দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার লিমাকে নিয়মিত নির্যাতন করতো সোহরাব। ২০১৩ সালে ১লা ডিসেস্বর লিমাকে গলাটিপে হত্যা করে লাশ গুম করে সে। এ ঘটনায় লিমার বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে। পরে ২০১৪ সালের ২০ মে তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করে মামলার কর্মকর্তা এস আই মো: জুবায়ের। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষ আজ (রোববার) এ রায় প্রদান করেন। তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আকন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন